পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য দারুণ সুখবর প্রকাশ করল বিশ্বভারতী পাঠভবন। স্নাতক এবং স্নাতকোত্তর উভয় যোগ্যতাতেই একাধিক বিষয়ের অতিথি শিক্ষক-শিক্ষিকা হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়োগ করবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে সরাসরি আবেদন জানাতে পারবেন।
এই পদে নিযুক্ত হবার পর বেতনসীমা, আবেদনের যোগ্যতা, বয়স সীমা, শিক্ষকতার বিষয়ের বিবরণ, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্য সরাসরি আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হতে চলেছে। তাই অবশ্যই ইচ্ছুক চাকরি প্রার্থীরা শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে নেবেন।
যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৫ সালের অতিথি শিক্ষক শিক্ষিকা নিয়োগ শুরু হয়েছে। এখানে ইংরেজি, অংক, ভূগোল, মডেলিং এবং কাঠের কাজ বিষয়ের প্রশিক্ষিত স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের নিযুক্ত করা হবে। এর পাশাপাশি ইংরেজি, অংক, ভূগোল, রসায়ন এবং অর্থনীতি বিষয়ের স্নাতকোত্তর শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
মাসিক বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন পাবেন।
বয়স সীমা- এখানে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনের যোগ্য।
শূন্যপদের বিবরণ-
বিভিন্ন বিষয় ভিত্তিক পদের জন্য সব মিলিয়ে মোট ১১ জন যোগ্য শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উল্লেখিত পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে নেবেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৩২ হাজার শূন্যপদে রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখে নিন
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রশিক্ষিত স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করছে বিশ্বভারতী। তাই চাকরিপ্রার্থীদের আবেদনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি কিছু ক্ষেত্রে ডিপ্লোমা বা B.Ed ডিগ্রীর প্রয়োজন হবে। প্রতিটি চাকরি প্রার্থীকে আবেদনের পূর্বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীকে। চাকরি প্রার্থীদের বৈধ ইমেইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর সহ একটি সম্পূর্ণ বায়োডাটা ২৩/০১/২০২৫ দুপুর ১২টার মধ্যে বিশ্বভারতী পাঠভবন অফিসে পৌঁছে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি-
যোগ্য প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে ব্যক্তিগত সাক্ষাৎকারের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাক্ষাৎকারে উত্তীর্ণ ব্যক্তিদের অতিথি শিক্ষক-শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন একনজরে
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.