পশ্চিমবঙ্গ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি তুঙ্গে। তবে এর মাত্র ১ মাসের মাথাতেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। ছাত্র-ছাত্রীদের জীবনের লক্ষ্য পূরণের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এটি পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষাও বটে। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এবং সময় জানিয়ে দেওয়া হয়েছে।
তবে কোন দিনে কোন পরীক্ষা থাকছে, এটি সঠিক ভাবে জানা না থাকলে সমস্যার মুখে পড়তে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। তাই ছাত্র ছাত্রীদের যাতে পরীক্ষার দিনগুলি কোনভাবেই ভুল না হয়ে যায়, এর জন্য অবশ্যই আরো একবার ভালোভাবে এই প্রতিবেদন থেকে পরীক্ষার দিনগুলি সম্পর্কে বিশদে জেনে নিন।
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অনুসারে, ২০২৫ সালের ৩ মার্চ থেকে ১৮ মার্চ তারিখ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য নির্ধারিত দিনগুলিতে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট তিন ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। যদিও হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল পেপারের পরীক্ষাগুলির জন্য মোট দুই ঘন্টা সময় নির্ধারণ করেছে সংসদ।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
০৩/০৩/২০২৫ (সোমবার)- বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি।
০৪/০৩/২০২৫ (মঙ্গলবার)- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এন্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট।
০৫/০৩/২০২৫ (বুধবার)- ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি।
০৬/০৩/২০২৫ (বৃহস্পতিবার)- ইকোনোমিক্স।
০৭/০৩/২০২৫ (শুক্রবার)- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টান্সি।
০৮/০৩/২০২৫ (শনিবার)- কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস।
মাধ্যমিক ২০২৫ বাংলা প্রবন্ধ রচনা সাজেশন
১০/০৩/২০২৫ (সোমবার)- কমার্শিয়াল আইন এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিয়লজি।
১১/০৩/২০২৫ (মঙ্গলবার)- রসায়ন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
১৩/০৩/২০২৫ (বৃহস্পতিবার)- গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলোজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস।
১৭/০৩/২০২৫ (সোমবার)- বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান।
১৮/০৩/২০২৫ (মঙ্গলবার)- স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনে সম্পূর্ণ পরীক্ষার রুটিনটি নিচে দেওয়া লিংক এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বার্ষিক নিয়মের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। পরবর্তী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে সেমিস্টারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হবে।