ভারতীয় রেলওয়ের তরফ থেকে ৩২ হাজারেরও বেশি শূন্যপদে গ্ৰুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে গ্ৰুপ- ডি পদের জন্য অনলাইনে আবেদনও চলছে। তবে গ্রুপ- ডি চাকরির পরীক্ষা পাশ করার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি। আর প্রস্তুতি শুরু করার জন্য বিষয়ভিত্তিক বই বা গাইড বই একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যেহেতু রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা বাংলা ভাষায় হবে তাই বাংলা ভাষায় রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার জন্য কোন কোন বই ভালো হবে? কোন বইটি থেকে প্রশ্ন কমন আসবে? কীভাবে প্রস্তুতি শুরু করা যাবে? বিস্তারিত জানাবেন টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা।
রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই
যেকোনো পরীক্ষা প্রস্তুতির বেস্ট বই খোঁজ করার আগে জেনে নিতে হবে, ওই পরীক্ষার সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে? কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে? তাই একনজরে ওই বিষয়গুলি জেনে নেওয়া যাক–
রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025 | |
---|---|
জেনারেল সাইন্স | 25 নম্বর |
গণিত | 25 নম্বর |
রিজনিং | 30 নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | 20 নম্বর |
Total Marks | 100 |
এখন স্টেপ বই স্টেপ আলোচনা করবো কীভাবে রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করবেন?
স্টেপ- ১: আগেই রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হলো। তবে প্রতিটি বিষয়ের কোন কোন টপিক থেকে রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষায় প্রশ্ন আসবে বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করে রেলওয়ে গ্ৰুপ- ডি সিলেবাসের পিডিএফ ডাউনলোড করে রাখুন। এটি পরে খুব কাজে লাগবে।
রেলওয়ে গ্ৰুপ- ডি সিলেবাস ২০২৫ পিডিএফ
স্টেপ- ২: এবারে জানতে হবে রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বিগত বছরে কেমন টাইপের প্রশ্ন এসেছে। Previous Year Question গুলো থেকে খুব সহজেই বোঝা যায় কোন বিষয় থেকে কি টাইপের প্রশ্ন এসেছে। Previous Year Question -এর জন্য বাজারে অনেক বই রয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারেন। সবচেয়ে ভালো বইয়ের লিংক নীচে দেওয়া থাকবে—
Railway Group- D PYQ Book (Bengali Version) | |
---|---|
Railway Group D Solved Papers 40 Sets (Kiran Publication) | Book Link |
RRB Group- D PYQ (Adda 247) | Book Link |
স্টেপ- ৩: পরীক্ষায় এক চান্সে সাফল্য পেতে হলে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা বই থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেহেতু আপনি Previous Year Question থেকে প্রশ্নের প্যাটার্ন বুঝে নিয়েছেন তাই প্রতিটি বিষয়ের জন্য যখন বই পড়া শুরু করবেন সেই টপিকগুলো বেশি জোর দেবেন যেখান থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে।
রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য বাংলা ভাষায় বেস্ট বইয়ের লিংক দেওয়া হলো–
Railway Group- D Subject wise Book (Bengali Version) | |
---|---|
General Science (S Chand Publication) | Book Link |
Competitive Mathematics (Chhaya Prakasani) | Book Link |
Reasoning (Chhaya Prakasani) | Book Link |
GK & Current Affairs (Ray And Martin) | Book Link |
স্টেপ- ৪: বিষয়ভিত্তিক আলাদা বইগুলো রুটিন করে পড়ার সাথে সাথে এবার দরকার একটি কম্প্যাক্ট গাইড বই। কারণ প্রতিটি বিষয়ের প্রস্তুতি শেষে দরকার রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার জন্য অভিন্ন একটি গাইড বই, যেখানে রেলের পরীক্ষার উপযোগী প্রতিটি বিষয়ের কন্টেন্ট দেওয়া আছে। এই ধরণের বই থেকে খুব সহজে রিভিশন করা যায়।
রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা উপযোগী বেস্ট গাইড বইয়ের লিংক দেওয়া হলো, যে বইগুলি গ্ৰুপ- ডি পরীক্ষার সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী দুর্দান্ত হবে–
Railway Group- D Best Book (All in one) | |
---|---|
Railway Exam Destroyer (Exam Bangla Publication) | Book Link |
Railway Challenger (Chhaya Prakasani) | Book Link |
রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ
স্টেপ- ৫: ওপরের বইগুলো থেকে প্রস্তুতি শেষ হলে, বা প্রস্তুতির শেষ পর্যায়ে দরকার একটি ভালো প্র্যাক্টিস সেট। প্র্যাক্টিস সেট থেকে ঘড়ি ধরে মক টেস্ট দিলে নিজের প্রস্তুতি সম্পর্কে অবগত হওয়া যায়। রেলওয়ে গ্ৰুপ- ডি মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম গ্ৰুপে যুক্ত হন 👇👇
আজকের এই পোস্টে টিম এক্সাম বাংলা -র তরফ থেকে রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার বেস্ট বই ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার্থীদের এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।