পশ্চিমবঙ্গ রাজ্যে থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক উত্তীর্ণ হয়ে কাজের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জেলা প্রশাসকের অফিসে একটি দুর্দান্ত কাজের সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসকের অফিস থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, পদ অনুসারে আবেদনের যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করা হলো।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে-
- অফিসার
- কাউন্সিলর
- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
- হাউস ফাদার
- প্যারামেডিকেল স্টাফ
- স্টোর কিপার
- একাউন্টেন্ট
- সহকারী
- নাইটগার্ড
আবেদনের যোগ্যতা- এখানে বিভিন্ন পদের প্রকারভেদ অনুসারে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে সহকারী ও নাইটগার্ড পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা একাধিক পদে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক ও গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ
পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতার সমস্ত বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক অফিস থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন- এখানে পদের বিভাগ এবং যোগ্যতা অনুসারে পৃথক বেতন সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসক অফিস। এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
আবেদনের নিয়ম- এখানে আবেদনের ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://recruitmentdd.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করার পাশাপাশি আবশ্যিকভাবে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি ০১/০২/২০২৫ তারিখ থেকে ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
- আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
- আধার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- জাতিগত সার্টিফিকেট
- পূর্ব অভিজ্ঞতার প্রমাণ পত্র
- বয়সের প্রমাণপত্র ইত্যাদি
নিয়োগ কারি দপ্তর- দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক অফিস
কর্মস্থল- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত সুভায়ন হোম।
আরও পড়ুনঃ মালদা গনি খান চৌধুরী ইনস্টিটিউটে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.