রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আনন্দধারা প্রকল্পের অন্তর্গত ব্লক অফিসে নিয়োগ করা হতে চলেছে। মহিলাদের স্বাবলম্বী এবং স্বনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে একাধিক প্রকল্পের সুযোগ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের একত্রিত করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। বর্তমানে এই গোষ্ঠীর মহিলাদের জন্যই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া জেলার আনন্দধারা ব্লক অফিস। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই চাকরি প্রার্থীরা আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম- কমিউনিটি রিসোর্স পারসনস-এন্টারপ্রাইজ প্রমোশন বা CRP-EP
শূন্যপদের সংখ্যা- ৮ টি।
চাকরির বিবরণ- ২১/০২/২০২৫ তারিখে বাঁকুড়া জেলার আনন্দধারা ব্লক অফিসের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাইক্রো এন্টারপ্রাইস ডেভেলপমেন্ট প্রোগ্রামে নিয়োগ করা হবে। যেখানে মোট এক বছরের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগটি হচ্ছে। এই নিয়োগটি রানীবাঁধ উন্নয়ন ব্লক অফিসে হতে চলেছে।
আরও পড়ুনঃ বেকারদের জন্য ৫ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার, তাড়াতাড়ি আবেদন করুন
আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতা-
১) আবেদনকারী ব্যক্তিকে আবশ্যকভাবে স্থানীয় ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে।
২) শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
৩) এর পাশাপাশি আবেদনকারী মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিচিত প্রার্থী হতে হবে।
৪) এখানে ২৫ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৫) এছাড়াও আবেদনের যোগ্যতা সম্পর্কিত একটি বিস্তারিত তালিকা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। তাই অবশ্যই ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন।
মাসিক বেতনের পরিমাণ- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতিদিনের হিসেবে বেতন প্রদান করা হবে। এক্ষেত্রে প্রতিদিন ৩০০ টাকা করে বেতন এবং অতিরিক্ত গাড়ি ভাড়ার সকল খরচ বহন করবে আনন্দধারা ব্লক অফিস কর্তৃপক্ষ।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্যে থেকে মোট ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন
আবেদন পদ্ধতি- এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক সকল প্রার্থীদের অবশ্যই অফলাইন মাধ্যমে ব্লক অফিসে গিয়ে আবেদন পত্রটি জমা করে আসতে হবে। এর জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তির নিচে দেওয়ার সম্পূর্ণ আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে ২৫/০২/২০২৫ থেকে ১১/০৩/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে জমা করে আসবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.