২০২৫ সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে দুর্দান্ত সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য! এই সময়কালের মধ্যেই সরকারের পক্ষ থেকে মহার্ঘ্য ভাতা আরও অধিক পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। মূলত গতানুগতিক জীবনে সরকারি কর্মচারী বা পেনশনভীদের দৈনন্দিন চাহিদা পূরণ করার উদ্দেশ্যে মূল্য বৃদ্ধিকে কাঠামো বানিয়ে মহার্ঘ্যভাতা নির্ধারণ করা হয়ে থাকে। এর ফলে মূল বেতনের পাশাপাশি কর্মচারী এবং পেনশনভোগীদের প্রাপ্ত অর্থের পরিমাণ বেশ কিছুটা বেড়ে যায়। সম্প্রতি সরকারের সূত্র থেকে মহার্ঘ্যভাতা বৃদ্ধি বিষয়ে খবর শোনা যাচ্ছে।
বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মাসিক বেতন:
যেকোনো সরকারি কর্মচারীর মাসিক বেতনের মধ্যে মূল বেতন এবং মহার্ঘ্য ভাতা একটি গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেলেও মূলত এই দুটি বেতনের পরিমাণ যথেষ্ট পরিমাণে অধিক হয়ে থাকে। ২০২৫ সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যেই আবারও সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে মহার্ঘ্যভাতা বৃদ্ধি পেতে পারে বলে জানা যাচ্ছে।
আজকের ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার পরিমাণে বৃদ্ধি ঘটানো যথেষ্ট প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই মহার্ঘ্য্য ভাতার বৃদ্ধির ফলে যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের সুবিধা হয় তাই নয়, পেনশনভোগী অবসরপ্রাপ্ত মানুষেরাও এর ফলে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়ে থাকেন। এই সমস্ত বর্তমান এবং প্রাক্তন কর্মচারীদের কথা চিন্তা করেই সরকারের পক্ষ থেকে এবারে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীকে এই দুর্দান্ত সুবিধা প্রদান করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে? ঘোষণা করল পর্ষদ
কাদের কত টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে?
বেতন বৃদ্ধির কথা পর্যালোচনা করলে মূলত বিভিন্ন বেতন ক্রম অনুসারে মূল বেতনের উপর অতিরিক্ত মহার্ঘ্যভতার পরিমাণ প্রদান করা হবে। এর ফলে পৃথক বেতন ক্রমের কর্মচারীরা পৃথক পরিমাণে মহার্ঘ্য ভাতা পেতে সক্ষম হবেন। এখানে যদি প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা উল্লেখ করা হয় তাহলে তাদের প্রতি মাসের ১৮,০০০/- টাকা মূল বেতনের উপর ৩% থেকে ৪% -এর মধ্যে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মূল মাসিক বেতনের থেকে আরও ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে প্রকাশিত হবে? জেনে নিন বিস্তারিত আপডেট
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেয়ে থাকেন। এর ওপরে আরো ৩ শতাংশ অথবা ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হলে, যে সমস্ত কর্মচারীরা মূল বেতন হিসেবে ১৮,০০০ টাকা পেয়ে থাকেন, তারা সেই বেতনের উপরে ৩% হারে মহার্ঘ্য ভাতা হিসাবে ৯৫৪০/- টাকা অথবা ৪% হারে মহার্ঘ্য ভাতা হিসাবে ৯৭২০/- টাকা পেতে চলেছেন।