পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স বোর্ডের পক্ষ থেকে আয়োজিত একাধিক পেশাগত শিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষার বিস্তারিত পরীক্ষার তারিখ প্রকাশিত করা হলো। WBJEE -র দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে উচ্চ মাধ্যমিকের পরের পেশাগত পড়াশোনার দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকে বহু ছাত্র-ছাত্রীর। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, নার্সিং এবং ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রবেশিকা পরীক্ষাগুলির তারিখ প্রকাশিত করেছে WBJEE। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি প্রবেশিকা পরীক্ষার তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য EXAM BANGLA র পক্ষ থেকে নিচে উল্লেখ করা হলো।
WBJEE Exam Calendar 2025
পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে রাজ্যের অধীনে থাকা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত করা হয়ে থাকে। সম্প্রতি ২০২৫ সালের প্রবেশিকা পরীক্ষাগুলির তারিখ প্রকাশিত করেছে সংশ্লিষ্ট বোর্ড। যেখানে ছাত্রছাত্রীরা তাদের স্বপ্নপূরণের জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) ২০২৫, JENPAS(UG)-2025, JELET-2025, PUBDET-2025, ANM & GNM-2025, JEPBN-2025, JEMSCN-2025, JEMAS(PG)-2025, JECA-2025, PUMDET-2025 ইত্যাদি পরীক্ষাগুলির তারিখ সম্পর্কে জেনে নিতে পারবেন।
১) ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে পড়াশোনা করতে সবার ছাত্র-ছাত্রীদের জন্য-) ২৭/০৪/২০২৫ তারিখে আয়োজন করা হচ্ছে WBJEE 2025 পরীক্ষাটি।
২) অপরদিকে ২৫/০৫/২০২৫ তারিখে নার্সিং এবং প্যারামেডিক্যালের আন্ডারগ্রাজুয়েট কোর্সের জন্য JENPAS(UG)-2025,
৩) ১৫/০৬/২০২৫ তারিখে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা প্যারামেডিকেল এর লেটারাল এন্ট্রির জন্য JELET-2025,
আরও পড়ুনঃ ২০২৫ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? জেনে নিন এক্ষুনি
৪) ২১/০৬/২০২৫ ও ২২/০৬/২০২৫ তারিখে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রী কোর্সে ভর্তির জন্য PUBDET-2025,
৫) ২৯/০৬/২০২৫ তারিখে ANM( R) ও GNM কোর্সের জন্য ANM & GNM-2025,
৬) ১২/০৭/২০২৫ তারিখে বেসিক নার্সিং কোর্সের পরবর্তী ভাগে ভর্তির জন্য JEPBN-2025,
৭) ১৩/০৭/২০২৫ তারিখে নার্সিং বিষয়ে পোস্ট গ্রাজুয়েশনের জন্য JEMAS(PG)-2025,
৮) ২০/০৭/২০২৫ তারিখে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য JECA-2025 এবং
৯) ২৭/০৭/২০২৫ তারিখে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য PUMDET-2025 পরীক্ষাগুলির আয়োজন হতে চলেছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
ছাত্র-ছাত্রীদের জন্য পরীক্ষার তারিখ গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, নিচে দেওয়া ছক থেকে ভালোভাবে পরীক্ষার বিষয় এবং পরীক্ষার তারিখ গুলি দেখে বুঝে নেবেন এবং নিজের কাছে নোট করে রাখবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.