সবেমাত্র শেষ হয়েছে পশ্চিমবঙ্গর রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র ছাত্রদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে উচ্চ মাধ্যমিক অন্যতম। কারণ এই পরীক্ষার মাধ্যমেই একজন ছাত্র বা ছাত্রী নিজের বিদ্যালয় জীবনে ইতি টেনে পরবর্তী জীবন অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করেন। আর এর পরবর্তী জীবনটি নির্ধারণ করে দেয় সেই শিক্ষার্থীর ভবিষ্যৎ। তাই বরাবরই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় থাকেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে খাতা দেখার বেশ কিছু নিয়মাবলী ঘোষণা করা হলো। ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্ন গুলিতে পূর্ণ নম্বর পাবেন, জানতে হলে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একের পর এক একাধিক বিষয়ের পরীক্ষার পর গত মঙ্গলবার সর্বশেষ পরীক্ষাটি আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা মিরতেই সংসদের পক্ষ থেকে শিক্ষক এবং নিরীক্ষকদের একত্রিত করে বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে। মূলত এই বছরেই পুরনো পদ্ধতি মেনে এক যুগের অবসান ঘটিয়ে শেষ হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসে এই বিশেষ পরীক্ষাটি। তাই এই বছরে যথেষ্ট খোলা হাতে পরীক্ষার্থীদের খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয় সংসদের ঘোষণা
১) চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রীরা। তবে পরীক্ষার শেষ দিনে সংসদের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নগুলির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা করবেন তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
২) এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের মূলত গ্রামারের প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে নিরীক্ষকরা সঠিক উত্তর মনে করলে ছাত্র ছাত্রীর উত্তরটিকে সঠিক হিসেবে নির্বাচন করতে পারেন এবং নির্দ্বিধায় পূর্ণ নম্বর দিতে পারেন। এর পাশাপাশি সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে পূর্ণ নম্বর পাবেন সকল ছাত্র-ছাত্রী।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করল সংসদ
৩) যে সমস্ত প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা সঠিকভাবে লিখবেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত নম্বর না কেটে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে।
৪) এছাড়াও ‘কেজিং’-এ নম্বর তোলা ও ‘লুজ় শিট’-এ গরমিল বিষয়ে যথেষ্ট পরিমাণে নজরদারি করার নির্দেশ সংসদের।
৫) স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথাও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
মূলত পরীক্ষার খাতা নিরীক্ষকদের রক্ষণশীল মনোভাব ছেড়ে উদার হস্তে খাতা দেখার নির্দেশ দিয়েছে সংসদ। তবে এই বছরের ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্রে ‘ফিগার অফ স্পিচ’ -এর মতো সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিংবা একাধিক বিভ্রান্তিমূলক প্রশ্ন আসার কারণে যথেষ্ট পরিমাণে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক মন্ডলী।