মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে হাওড়া জেলার অন্তর্গত চাইল্ড প্রটেকশন ইউনিটে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- ম্যানেজার/ কো-অর্ডিনেটর।
শূন্যপদ- ১ টি। (শুধুমাত্র মহিলা)
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিং এ অন্ততপক্ষে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,২৫০ টাকা।
চাকরির খবরঃ ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
পদের নাম- সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর।
শূন্যপদ- ১ টি। (শুধুমাত্র মহিলা)
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সাইকোলজিতে স্নাতক। সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে ইংলিশ ভাষায় যথেষ্ট জ্ঞান এবং বেসিক কম্পিউটার উপর জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ১৫,৪৪০ টাকা।
পদের নাম- নার্স (শুধুমাত্র মহিলা)।
শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে। GNM কোর্স অথবা নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং নার্স সম্পর্কিত যেকোন ফিল্ডে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা।
চাকরির খবরঃ ভারতীয় রেলে চাকরির সুযোগ
পদের নাম- আয়া (শুধুমাত্র মহিলা)।
শূন্যপদ- ১২ টি।
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা।
পদের নাম- চৌকিদার (শুধুমাত্র পুরুষ)।
শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস এই সম্পর্কিত ফিল্ডে কাজের অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে গ্রূপ-সি নিয়োগ
নিয়োগ পদ্ধতিঃ
আবেদন পদ্ধতি- অনলাইন/ অফলাইন/ বাই হ্যান্ড এর মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.howrahzilaparishad.in , অনলাইন আবেদন করার লিংক নীচে দেওয়া আছে।
পাশাপাশি অফলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি নীচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এবং আবেদপত্র পাঠানোর ঠিকানা হলো- Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section,1 No. Rishi Bankim Chandra RD, Howrah
আবেদন করার শেষ তারিখ- ১৩/০৯/২০২১ বিকেল ৫.৩০ পর্যন্ত।
Official Notice: Download Now
Application form: Click Here
Apply Now Online: Click Here