কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে আসছে দেশের সরকার। আসলে এই বছরেই অষ্টম বেতন কমিশন গঠিত হয়ে পরের বছরের শুরু থেকে সেই অনুসারে বেতন বৃদ্ধির একটি জল্পনা চলছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন যে বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে তা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান বেতন ক্রম অনুসারে ১ নম্বর স্তর থেকে ১০ নম্বর স্তর পর্যন্ত বেতন বা পেনশন ভোগী মানুষদের ঠিক কতটা পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে জানেন কি? সম্প্রতি সরকারি সূত্রের খবর অনুসারে বেশ কয়েক গুণ পর্যন্ত বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য অর্থাৎ কারা কত বেতন পাবেন, তা জানার জন্য অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
8th Pay Commission
এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সপ্তম পে কমিশন অনুসারে তাদের মূল বেতনের বেতন ক্রম মেনে মাসিক বেতন বা পেনশন পাচ্ছিলেন। তবে এবারের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গঠিত করা হয়েছে অষ্টম পে কমিশন। যার দরুন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই প্রতিটি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী মানুষদের প্রাপ্ত মূল বেতনের পরিমাণ বাড়তে চলেছে।
সরকারি সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২ থেকে ২.০৮ বা ২.৮৬ পর্যন্ত কার্যকর হতে পারে। সমকালীন মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখেই মূলত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতনের পরিমাণ বৃদ্ধি করা হয়। সাম্প্রতিক কালে অধিক পরিমাণে মূল্যবৃদ্ধি দেখা দেওয়ার কারণে মূল্য বৃদ্ধির মাপকাঠি হিসেবে ফিটনেস ফ্যাক্টরও বেশ কিছুটা বাড়ানো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই পরিমাণে ফিটনেস ফ্যাক্টর কার্যকর হলে সবচেয়ে নিম্ন স্তরের বেতনভোগী মানুষদের মূল বেতনের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৫১,৪৮০/- টাকা।
আরও পড়ুনঃ রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন চালু হতে পারে দেখে নিন
তাহলে এখন বেতন ক্রম অনুসারে কারা কত বেতন পাবেন তা জেনে নেওয়া যাক-
বেতন ক্রম ১ অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসাবে পেয়ে থাকেন ১৮,০০০ টাকা ৷ অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৩৪,৫৬০ টাকা, ৩৭,৪৪০ টাকা বা ৫১,৪৮০ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ২ অনুসারে বর্তমানে ১৯,৯০০ টাকা বেতন প্রদান করা হয়। অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৩৮,২০৮ টাকা, ৪১,২৯২ টাকা বা ৫৬,৯১৪ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ৩ অনুসারে বর্তমানে ২১,৭০০ টাকা বেতন প্রদান করা হয়। অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৪১,৬৬৪ টাকা, ৪৫,১৩৬ টাকা বা ৬২,০৬২ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ৪ অনুসারে বর্তমানে ২৫,৫০০ টাকা বেতন প্রদান করা হয়। অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৪৮,৯৬০ টাকা, ৫৩,০৪০ টাকা বা ৭২,৯৬০ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ৬ অনুসারে বর্তমানে ৩৫,৯৬৮ টাকা বেতন প্রদান করা হয়। অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৬৭,৯৬৮ টাকা, ৭৩,৬৩২ টাকা বা ১,০১,৪৪০ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ৭ অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসাবে পেয়ে থাকেন ৪৪,৯৯০ টাকা ৷ অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৮৬,২০৮ টাকা, ৯৩,৩৯২ টাকা বা ১,২৮,৪১৪ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ৮ অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসাবে পেয়ে থাকেন ৪৭,৬০০ টাকা ৷ অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ৯১,৩৯২ টাকা, ৯৯,০০৮ টাকা বা ১,৩৬,১৩৬ টাকা মূল বেতন পাবেন।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে?
বেতন ক্রম ৯ অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসাবে পেয়ে থাকেন ৫৩,১০০ টাকা ৷ অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ১,০১,৯৫২ টাকা, ১,১০,৪৪৮ টাকা বা ১,৫১,৮৬৬ টাকা মূল বেতন পাবেন।
বেতন ক্রম ১০ অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসাবে পেয়ে থাকেন ৫৬,১০০ টাকা ৷ অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ১.৯২, ২,০৮ বা ২.৮৬ হলে কর্মচারীরা যথাক্রমে ১,০৭,৭১২ টাকা, ১,১৬,৬৮৮ টাকা বা ১,৬০,৪৪৬ টাকা মূল বেতন পাবেন।