চাকরির খবর

কলকাতা ফোর্ট উইলিয়ামে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ। ভারত সরকারের ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এ বিভিন্ন গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এর কলকাতা ফোর্ট উইলিয়ামে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত। Kolkata Eastern Command Signal Regiment Group- D Recruitment.

পদের নাম- কুক।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে কুক নিয়ে অন্ততপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

পদের নাম- ওয়াশারম্যান।
শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম- বারবার।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম- সুইপার।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সাফাইওলার কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম- মেসেঞ্জার
শূন্যপদ- ১টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা এবং কম্পিউটারে টাইপিং টেস্ট এর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ
৩২৬১ শূন্যপদে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ
পৌরসভায় মাধ্যমিক পাশে চাকরি
সি-টেট পরীক্ষার আবেদন চলছে

আবেদন পদ্ধতি- অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী তার আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সেল্ফ অ্যাটেস্টেড করে নিম্নোক্ত ঠিকানায় নর্মাল পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বর্তমান ৫ কপি সেল্ফ অ্যাটেস্টেড করা ফটো লাগবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Commanding officer, ECSR, Fort William, Kolkata- 700021
আবেদন ফি- প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ডিমান্ড ড্রাফ্ট ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন করার শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং প্রাক্টিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস-
১) General Awareness- 25 Marks
২) general English- 25 Marks
৩) Numerical Aptitude- 25 Marks
৪) General Intelligence Reasoning- 25 Marks

Official Notice: Download Now
Official Website: Click Here

Related Articles