চাকরির খবর

বিরাট কর্মসংস্থানের সুযোগ, রাজ্যে কারখানা গড়বে আদিত্য বিড়লা গোষ্ঠী

Advertisement

রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে আসতে চলছে শিল্প। রাজ্যে রং শিল্প গড়ে উঠবে, বিনিয়োগে আদিত্য বিড়লা গোষ্ঠী। বাংলার মানুষের কাছে এটা সুখবর বটে। প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে বাংলায় রং কারখানা গড়ে তুলতে চায় আদিত্য বিড়লা গোষ্ঠী। রাজ্যের অর্থনৈতিক কাঠামো উন্নত করতে ও বেকারত্ব দূরীকরণে বড় শিল্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে রাজ্যে যত বেশি শিল্প- কলকারখানা রয়েছে সেই রাজ্য অর্থনৈতিকভাবে ততোই উন্নত এবং বেকারের হারও কম। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই শিল্প- কলকারখানা প্রায় নেই বললেই চলে। তাই রাজ্যে দীর্ঘদিন ধরে বেকারত্বের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের আকাল বেড়েছে। এমতাবস্থায় রাজ্যে রং শিল্প গড়ে তোলার ভাবনা নিয়ে বাংলায় বিনিয়োগ করতে চলছে আদিত্য বিড়লা নামক বেসরকারি সংস্থা।

আরও পড়ুনঃ
রাজ্যে ১৬ নভেম্বর স্কুল কলেজ খুলবে
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
পোস্ট অফিসে কাজের সুযোগ

রং কারখানা গড়ে উঠলে সেখানে কাজের প্রয়োজন পড়বে। আর সেই কাজের প্রয়োজনে নিয়োগ করা হবে এ রাজ্যেরই বেকার ছেলে মেয়েদের। বাংলায় রং কারখানা করার প্রস্তাব নিয়ে গত ৪ অক্টোবর লিখিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘র কাছে আবেদন জানায় সংস্থাটি। প্রস্তাবে সম্মতি দেয় রাজ্য। নবান্ন সূত্রে খবর, শিল্প গোষ্ঠির সভাপতি সুনীল বাজাজ ও সিইও সুজিত কুমার রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে কারখানার জন্য জমি ঠিক করে ফেলেছে। সমস্ত প্রক্রিয়া পরিকল্পনা মাফিক চললে আগামী দু’বছরের মধ্যে সম্পূর্ণ ভাবে গড়ে উঠবে রং কারখানা। বাড়বে বহু কর্মসংস্থান। জানা গেছে, এই রং কারখানাটি গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ কাজের মাধ্যমে যুক্ত হতে পারবেন। এছাড়াও পরবর্তীতে মূল কারখানার পাশাপাশি আরও অনেক সহোযোগী ক্ষুদ্র ও সহযোগী শিল্প কেন্দ্র গড়ে উঠবে। সব মিলিয়ে রাজ্যের বেকার প্রার্থীদের কর্মসংস্থান হবে।

Related Articles