এক নজরে
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022: বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। 2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? আগামী বছরের অর্থাৎ ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। ১ নভেম্বর, সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার রুটিন (2022 ) প্রকাশ করেছেন। WBBSE Madhyamik Routine PDF Download
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022
মাধ্যমিক সাজেশন ২০২৩ | |
পরীক্ষার নাম | মাধ্যমিক 2023 |
বোর্ড | মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষা শুরু | 23 ফেব্রুয়ারি, 2023 |
পরীক্ষা শেষ | 4 মার্চ, 2023 |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbbse.wb.gov.in / www.wbbse.org |
Download link | Given below |
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, 2022 মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তবে হোম সেন্টারে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে আগের নিয়মে বিভিন্ন সেন্টারে।
2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?
2022 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7 মার্চ, 2022 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 16 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 | |
তারিখ | বিষয় |
23 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার | প্রথম ভাষা |
24 ফেব্রুয়ারি, শুক্রবার | দ্বিতীয় ভাষা |
25 ফেব্রুয়ারি, শনিবার | ভূগোল |
28 ফেব্রুয়ারি, মঙ্গলবার | জীবন বিজ্ঞান |
1 মার্চ, বুধবার | ইতিহাস |
2 মার্চ, বৃহস্পতিবার | গণিত |
3 মার্চ, শুক্রবার | ভৌত বিজ্ঞান |
4 মার্চ, শনিবার | ঐচ্ছিক বিষয় |
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF প্রকাশ করা হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে 2022 মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড করতে পারবেন।
উচ্চমাধ্যমিক রুটিন ২০২২: ক্লিক করুন
আরও পড়ুনঃ
নবান্ন স্কলারশিপ ২০২১
বিকাশ ভবন স্কলারশিপ ২০২১
FAQ
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 কীভাবে ডাউনলোড করবো?
এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে।
2022 মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?
7 মার্চ, 2022 থেকে।
2022 মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কি?
2022 মাধ্যমিক সিলেবাস- ক্লিক করুন