দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন ডিভিশনে এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খড়্গপুর, সাঁতরাগাছি সহ বিভিন্ন রেল ডিভিশনে নিয়োগ করা হবে। কোন কোন ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকলে নিম্নোক্ত পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোন কোন ট্রেডে প্রার্থী নিয়োগ- ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (G & E), মেকানিক (ডিজেল), Machinist, পেইন্টার, রেফ্রিজারেটর এবং এসি মেকানিক, ইলেকট্রনিক্স এবং মেকানিক, কেবিল jointer/ ক্রেন অপারেটর, কার্পেন্টার,wireman, winder (Armature), লাইনম্যান,Trimmer, মেকানিক মেশিন টুল মেইনটেন্স।
ডিভিশন অনুযায়ী শূন্যপদের বিন্যাসঃ
খড়্গপুর ওয়ার্কশপ: মোট ৩৬০ টি। (UR- ১৮২,OBC- ৯৮,SC- ৫৩,ST- ২৭)
সিগন্যাল এন্ড টেলিকম ওয়ার্কশপ (খড়্গপুর): মোট ৮৭টি। (UR- ৪৪,OBC- ২৫,SC- ১২,ST- ৬)
ট্রাক মেশিন ওয়ার্কশপ (খড়্গপুর): মোট ১২০ টি। (UR- ৪৪,OBC- ২৫,SC- ১২,ST- ৬)
SSE (works)/ Engg (খড়্গপুর): মোট ২৮ টি। (UR- ১৪,OBC- ৮, SC- ৪, ST- ২)
Carriage & wagon Depot (খড়্গপুর)- মোট ১২১ টি। (UR- ৬২,OBC- ৩৩,SC- ১৭,ST- ৯)
ডিজেল লোকো সেট (খড়্গপুর)- মোট ৫০ টি। (UR- ২৮,OBC- ১২,SC- ৭,ST- ৩)
Sr.DEE (G) (খড়্গপুর)- মোট ৯০ টি। (UR- ৪৬,OBC- ২৪,SC- ১৪,ST- ৬)
TRD Depot/ ইলেকট্রিক্যাল (খড়্গপুর)- মোট ৪০ টি। (UR- ২০,OBC- ১০,SC- ৬,ST- ৪)
EMU Shed/ ইলেকট্রিক্যাল/ TPKR- মোট ৪০ টি। (UR- ২০,OBC- ১২,SC- ৪,ST- ৪)
ইলেকট্রিক লোকোশেড/ সাঁতরাগাছি: মোট ৩৬ টি। (UR- ১৮,OBC- ১০,SC- ৪,ST- ৪)
Sr.DEE (G) চক্রধরপুর: মোট ৯৩ টি। (UR- ৪৭,OBC- ২৫,SC- ১৩,ST- ৮)
ইলেকট্রিক ট্রাকশন Deport/ চক্রধরপুর: মোট-৩০টি। (UR- ১৫,OBC- ৮,SC- ৪,ST- ৩)
ক্যারেজ এন্ড ওয়াগন Deport/ চক্রধরপুর: মোট ৬৫ টি। (UR-৩৫, OBC- ১৬,SC- ৯,ST- ৫)
ইলেকট্রিক লোকোশেড টাটা: মোট ৭২ টি। (UR-৩৭ ,OBC- ১৯,SC- ১০, ST- ৬)
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/ SINI: মোট ৭ টি। (UR-৪ ,OBC- ৪,SC- ১)
SSE (works)/ Engg (চক্রধরপুর): মোট ২৬ টি। (UR- ১২,OBC- ৮, SC- ৪, ST- ২)
ইলেকট্রিক লোকোশেড/ বন্দমুন্দা: মোট ৫০ টি। (UR-২৬ ,OBC- ১৪, SC- ৬, ST- ৪)
ডিজেল লোকোশেড/ বন্দমুন্দা: মোট ৫২ টি। (UR-২৯,OBC- ১৩, SC- ৭, ST- ৩)
Sr.DEE/ ADRA: মোট ৩০টি। (UR-১৬,OBC- ৮, SC- ৫, ST- ১)
ক্যারেজ এন্ড ওয়াগন Deport/ ADRA: মোট ৬৫ টি। (UR-৩৩,OBC- ১৮,SC- ৯,ST- ৫)
ডিজেল লোকো সেট/ BKSC: মোট ৩৩ টি। (UR- ১৭,OBC- ৯,SC- ৫,ST- ২)
TRD Deport/ ইলেকট্রিক্যাল/ ADRA: মোট ৩০ টি। (UR- ১৫,OBC- ৮,SC- ৪,ST- ৩)
ইলেকট্রিক লোকোশেড/ BKSC: মোট- ৩১ (UR- ১৫,OBC- ৮,SC- ৪,ST- ৩)
ফ্ল্যাশ Butt Welding Plant/ JHARSUGUDA: মোট ২৫ টি। (UR- ১৪,OBC- ৭,SC- ৪)
SSE(Works)/Engg/ ADRA: মোট ২৪টি। (UR- ১২,OBC- ৬,SC- ৪,ST- ২)
ক্যারেজ এন্ড ওয়াগন Deport/ RANCHI: মোট ৩০ টি। (UR-১৫,OBC- ৮,SC- ৪,ST- ৩)
Sr.DEE(G)/ ADRA: মোট ৩০টি। (UR-১৬,OBC- ৯, SC- ৪, ST- ১)
TRD Deport/ ইলেকট্রিক্যাল/ RANCHI: মোট- ১০টি। (UR-৬,OBC- ২, SC- ২)
SSE (works)/ Engg (রাঁচি): মোট ১০ টি। (UR- ৬,OBC- ২, SC- ২)
বয়সসীমা- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI) পাশ।
চাকরির খবরঃ কলেজে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদনপত্র পূর্ণ করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীরা অবশ্যই বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি থাকতে হবে। এছাড়াও স্ক্যান করা ফটো এবং Signature (সই) আপলোড করার জন্য সঙ্গে রাখতে হবে।
আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীরা ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং/ ই ওয়ালেট ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ- ১৪/১২/২০২১
আরও পড়ুনঃ ড্রাগন ফলের চাষ করে আত্মনির্ভর হন
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here