পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যের আবারও ২ টি জেলার সার্কেল অফিস থেকে ব্যাংকে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার মান নেই। স্বাক্ষর এমনকি নিরক্ষর প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায়। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এই কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম- পার্ট টাইম সুইপার (Part Time Sweeper- PTS).
শূন্যপদ- ২৪ টি (SC- ৬, ST- ১, OBC- ৫, UR- ১০, EWS- ২)
বয়স- পার্টটাইম সুইপার পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জুলাই, ২০২১ তারিখের হিসাবে। SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় পাবেন। পাশাপাশি অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতনক্রম- মূল বেতন ১৪,৫০০/- টাকা থেকে ২৮,১৪৫/- টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
শিক্ষাগত যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাসের নীচে। অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না। অষ্টম শ্রেণী পাশ অথবা যেকোনো নিরক্ষর ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রের ফরমেট ডাউনলোড করতে পারবেন। উক্ত ফরমেট টিকে A4 সাইজের কাগজে টাইপ করে প্রিন্ট আউট নিতে হবে। ওই প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে পারবেন স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে। আবেদনপত্র যে মুখ বন্ধ খামের মধ্যে করে পাঠাবেন ওই খামের উপরে লিখতে হবে, “RECRUITMENT OF PTS IN SUBORDINATE CADRE”.
আবেদন ফি- শূন্য।
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস সংযুক্ত করবেন সেগুলি হল-
১) পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (প্রযোজ্য হলে) এবং স্কুল লিভিং সার্টিফিকেট
৩) স্থায়ী বাসিন্দা শংসাপত্র
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৫) অন্যান্য শংসাপত্র (প্রযোজ্য হলে)
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১৪ টি, যাদের মধ্যে SC- ৪ টি, ST- ০ টি, OBC- ৩ টি, UR- ৬ টি, EWS- ১ টি। ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১০ টি, যাদের মধ্যে SC- ২ টি, ST- ১ টি, OBC- ২ টি, UR- ৪ টি, EWS- ১ টি। আবেদনকারী যে জেলার জন্য আবেদন করবেন তাকে ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chief Manager (HRD), Punjab National Bank Circle Office Paschim Medinipur, Sahid Kshudiram Bose Road, Burdge Town, P.O. Midnapur, Dist. Paschim Medinipur, PIN-721101, W.B.
আবেদনের শেষ তারিখ- ৪ ডিসেম্বর, ২০২১
Official Notice: Download Now
Daily Job Updates: Click Here