চাকরির খবর

কলকাতায় কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ, আবেদন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত

Advertisement

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তে বিভিন্ন গ্রূপ- সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- রেডিওগ্রাফার।
শূন্যপদ- ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে রেডিওগ্রাফি নিয়ে ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মূল বেতন 9,300/- টাকা থেকে 34,800/- টাকা।

চাকরির খবরঃ এইট পাশে ব্যাংকে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

পদের নাম- নার্স গ্রেড- ১ (নার্সিং সিস্টার)
শূন্যপদ- ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.SC নার্সিং কোর্স সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। OT তে মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মূল বেতন 9,300/- টাকা থেকে 34,800/- টাকা।

পদের নাম- নার্স গ্রেড- ২ (স্টাফ নার্স)
শূন্যপদ- ৬ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc নার্সিং কোর্স অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে GNM নার্সিং কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট 23 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।

পদের নাম- জুনিয়ার একাউন্টেন্ট।
শূন্যপদ- ২ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের ডিগ্রী সঙ্গে ১ মিনিটে ইংরেজি অথবা হিন্দিতে ৩০টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে

পদের নাম- রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর।
শূন্যপদ- ২ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে যেকোন শাখায় ডিগ্রী সঙ্গে কম্পিউটার এর দক্ষতা থাকতে হবে।
বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি মুখ বন্ধ খামে স্পিড পোস্ট এর মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৪ ডিসেম্বর, ২০২১।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Director, National Institute of Homoeopathy, Block- GE, Sector- 3,Salt Lake, Kolkata- 700106
আবেদন ফি- ১০০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles