পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস (AIIMS) -এ বিভিন্ন গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। Kalyani AIIMS Group- C Recruitment 2021.
পদের নাম- স্টোর কিপার কাম ক্লার্ক।
শূন্যপদের সংখ্যা- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে 23,100 টাকা।
বয়স সীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
পদের নাম- ফার্মাসিস্ট।
শূন্যপদের সংখ্যা- 2 টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে ফার্মেসিতে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে বেতন 26,100 টাকা।
চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদের সংখ্যা- 36 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজীতে কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে 24,800 টাকা।
পদের নাম- Laboratory Technician.
শূন্যপদের সংখ্যা- 33 টি।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাস সহ Medical Laboratory সার্টিফিকেট থাকলে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- 18 থেকে 30 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন 26,100 টাকা।
পদের নাম- Librarian Grade-III
শূন্যপদের সংখ্যা- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন সরকার স্বীকৃত ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে B.Sc ডিগ্রি থাকতে হবে। সঙ্গে লাইব্রেরী সাইন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন 43,900 টাকা।
চাকরির খবরঃ রাজ্যে কলেজে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। www.becil.com ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর, ২০২১।
আবেদন ফি- আবেদনকারীরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে একাধিক পদে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফি জমা দিতে হবে। একটি পদে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 750 টাকা। SC/ ST/EWS/ PH প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 450 টাকা।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here