চাকরির খবর

রাজ্যের কো- অপারেটিভ ব্যাংকে ক্লার্ক ও ম্যানেজার নিয়োগ, মাসিক বেতন ৩৫ হাজার টাকা

Advertisement

রাজ্যের রেলওয়ে কো-অপারেটিভ ব্যাংকে লোয়ার ডিভিশন ক্লার্ক, ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইস্ট্রান রেলওয়ে এমপ্লইজ কো-অপারেটিভ ব্যাংকে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কীভাবে করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। THE EASTERN RAILWAY EMPLOYEES’ CO-OPERATIVE BANK RECRUITMENT.

পদের নাম- অফিসার।
শূন্যপদ- ২ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- M.Com/ I.C.W.A (inter)/ ICAI (inter) সঙ্গে একাউন্ট, ইনভেস্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ল, ট্যাক্স ইত্যাদি ফিল্ডে ৫ বছরের অভিজ্ঞতা দরকার।
বেতন- প্রতিমাসে ৪৪,৯০০ টাকা।

পদের নাম- ম্যানাজার।
শূন্যপদ- ৪ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- কমার্সে স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৩৫,৪০০ টাকা।

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
শূন্যপদ- ১৫ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক সঙ্গে একাউন্ট এবং I.T ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯৯০০ টাকা।

বয়স- ০১/১২/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইস্ট্রান রেলওয়ে এমপ্লইজ কো-অপারেটিভ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.erecb.com , ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন করতে যা যা লাগবে-
১) স্ক্যান করা ফটো।
২) ব্ল্যাক পেনে স্ক্যান করার সই।
৩) বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ।

আরও পড়ুনঃ
পৌরসভা অফিসে চাকরির সুযোগ
মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে নিয়োগ
জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ

 

নিয়োগের স্থানঃ কলকাতা।
পরীক্ষা কেন্দ্র- পরীক্ষার সেন্টার গুলি হলো কলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা, ও বারাণসী।
নির্বাচন পদ্ধতি- অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হলো।

Officer Post Exam Syllabus
Manager Post Exam Syllabus
Clerk Post Exam Syllabus

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles