রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ- ডি সহ আরও বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। কোন জেলায় কত শূন্যপদ সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
পদের নাম- সাইকিয়াট্রিক নার্স/ স্টাফ নার্স।
শূন্যপদ- মোট ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইক্রিয়াটিক নার্সিং এ স্নাতক/ স্নাতকোত্তর/ DPN
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে প্রতি মাসে ২৮,০০০ টাকা এবং স্টাফ নার্স এর ক্ষেত্রে প্রতি মাসে ২৫,০০০ টাকা।
প্রোগ্রামের নাম- NMHP
নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নাম- স্টাফ নার্স।
শূন্যপদ- মোট ২ টি। (UR- ১,SC- ১)
শিক্ষাগত যোগ্যতা- GNM নার্সিং কোর্স অথবা B. Sc নার্সিং কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।
প্রোগ্রামের নাম- NUHM
নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আরও পড়ুনঃ
নতুন বছরে আশা কর্মী নিয়োগ চলছে
মাধ্যমিক পাশে শ্রম দপ্তরে কর্মী নিয়োগ
কো- অপারেটিভ ব্যাংকে ক্লার্ক ও ম্যানেজার পদে নিয়োগ
পদের নাম- স্টাফ নার্স।
শূন্যপদ- মোট ৯ টি। (UR- ৪,SC- ২,ST- ১,OBC- ২)
শিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে জি এন এম (GNM) নার্সিং কোর্স করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ভাষা জানতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।
প্রোগ্রামের নাম- চাইল্ড হেলথ NRC.
নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নাম- একাউন্টেন্ট (আয়ুস)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে হবে। এছাড়া শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ হতে হবে
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
পদের নাম- গ্রুপ ডি (আয়ুস)
শূন্যপদ- ১টি।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৮০০০ টাকা।
নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নাম- ডিস্ট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ)।
শূন্যপদ- মোট ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- MBBS/ Dental/ AYUSH/ নার্সিং এ স্নাতক সঙ্গে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৪০,০০০ টাকা।
নিয়োগের স্থান- ঝাড়গ্রাম জেলার অন্তর্গত রঘুনাথপুরে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে প্রার্থীরা ভিজিট করে আবেদন পত্রটি পূরণ করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই ফটো এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করা রেজিস্ট্রেশন ফর্মটি ডিমান্ড ড্রাফ্ট সহ নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার অথবা স্পিড পোস্ট করতে হবে।
স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করার ঠিকানা- Office of the Chief Medical Officer of Health, Jhargram,P.O- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin- ৭২১৫০৭
আবেদন ফি- অসংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন করার শেষ তারিখ- ১০ ই জানুয়ারি, ২০২২
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here