রাজ্যে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ। মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ (গ্রুপ সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া -এর তরফ থেকে। এই বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করলে পশ্চিমবঙ্গের মধ্যে চাকরির সুযোগ থাকছে। ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা IWAI হল কেন্দ্রীয় সরকারের জলপথ পরিবহন ও বন্দর দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। যেকোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
পদের নাম- মাল্টি টাস্ক স্টাফ (MTS)।
শূন্যপদ- মোট ২ টি। (ফারাক্কা ১টি এবং সাহিবগঞ্জ ১টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষিত বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিরিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান- ফারাক্কা, সাহিবগঞ্জ।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।
শূন্যপদ- মোট ২ টি। (কলকাতা ১ টি এবং সাহিবগঞ্জ ১ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে দু’বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন MS Word, Excel, Access, Power Point, ইত্যাদি সম্পর্কে কাজ জানতে হবে সঙ্গে প্রতি ঘন্টায় ৮০০০ key প্রেস করার স্পিড থাকতে হবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলার যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
বয়স- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিরিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান- কলকাতা, সাহিবগঞ্জ।
বেতন- প্রতি মাসে ২০,০০০ টাকা।
আরও পড়ুনঃ
কোর্টে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ চলছে
মাধ্যমিক পাশে গ্রূপ-সি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ডাক বিভাগের মাধ্যমে অথবা সরাসরি হাতে আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Director, IWAI, PIU Kolkata
আবেদন ফি- কোন আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১০/০২/২০২২
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here