উচ্চমাধ্যমিকের মত মাধ্যমিকও হোম সেন্টারে করার দাবি তুললেন খোদ শিক্ষকেরাই। করোনা অতিমারির কারণে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে করা হচ্ছে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কেন হোম সেন্টারে করা হবে না? দাবি তুলল শিক্ষামহল। মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে করানোর দাবি রেখে নবান্নে চিঠি পাঠিয়েছেন রাজ্যে শিক্ষক মহল।
মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশের দিন থেকেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে করানো সম্ভব নয়। কারন গোটা রাজ্য জুড়ে প্রায় ১০ হাজার স্কুলে প্রতিদিন প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা প্রায় অসম্ভব। তাই কম সংখ্যক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণের কথা জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু শিক্ষক সংগঠনের দাবি উচ্চমাধ্যমিক বোর্ড রাজ্যের প্রতি স্কুলে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা গ্রহণ করতে পারলে মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে গ্রহণ করা উচিত। কারণ এই করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে যাওয়া খুবই বিপদজনক। এই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় -এর কাছে চিঠি পাঠানো হয়েছে এই শিক্ষক সংগঠনের তরফ থেকে।
আরও পড়ুনঃ
মাধ্যমিক রুটিন ২০২২
মাধ্যমিক সিলেবাস ২০২২
অন্যদিকে পর্ষদ জানায় এত পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট স্কুলে হোম সেন্টার ভিত্তিক পরীক্ষাকেন্দ্র করা সম্ভব নয়। কারণ এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ১০ থেকে ১১ লক্ষ। সেক্ষেত্রে কিভাবে নিজের নিজের স্কুলে পরীক্ষাকেন্দ্র তৈরি করবে পর্ষদ। শিক্ষক সংগঠনের দাবি, প্রায় ৭০০০ মত স্কুল নির্দিষ্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই কেন্দ্রগুলিতে সকাল ন’টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে দিতে হবে।
কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রের সংখ্যা কমবেশি দশ হাজার হলেও প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার জন্য আরও দু’ঘন্টা বেশি পাওয়া যাবে। এমনকি একদম প্রত্যন্ত গ্রামগুলিতে প্রশ্ন পৌঁছে দেওয়ার জন্য থানা গুলিকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
তবে এখনও পর্যন্ত পরীক্ষা হোম সেন্টার ভিত্তিক, না পূর্বের মতোই সেন্টার ভিত্তিক পরীক্ষা হবে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরবর্তী কোনো নির্দেশিকা জারি হলে ExamBangla.com -এর পাতায় প্রকাশিত হবে।