চাকরির খবর

৩ ফেব্রুয়ারি থেকে স্কুল ও কলেজ খুলবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

বহু প্রতিক্ষার অবসান! পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলতে চলেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এদিন ৩১ জানুয়ারি, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আগামী ৩ ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খুলবে। কেবল সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুল গুলিও ৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাবে।

একটানা ২ বছর পর রাজ্যের নবম থেকে দ্বাদশ এবং কলেজ গুলি পুনরায় চালু হলেও করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বাগে আসতেই পুনরায় স্কুল খোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

তবে এই মুহূর্তে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা দান করবেন। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই মুহূর্তে প্রাইমারি স্কুল খুলছে না।

পাশাপাশি পলিটেকনিক কলেজ, বিভিন্ন বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটিআই সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে। স্কুল প্রতিষ্ঠান খোলা নিয়ে পরবর্তী আপডেট ExamBangla.com -এর পাতায় প্রকাশিত হবে।

Related Articles