চাকরির খবর

রাজ্যের ১৯ টি স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন করুন সরাসরি অনলাইনে

Advertisement

রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে প্রাইমারি ও হাই স্কুল স্তরে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কোন স্কুলে নিয়োগ করা হবে, কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। West Bengal School Teacher and Non- Teaching Staff Recruitment 2022.

পদের নাম- পিজিটি শিক্ষক।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- English, Physics, Chemistry, Mathematics, Biology, History, Geography, Political Science, Hindi, Commerce, Economics, Computer Science, Psychology, Sociology, Physical Education & Painting.
শিক্ষাগত যোগ্যতা- পিজিটি শিক্ষকের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই তাদের সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। সঙ্গে বি.এড ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি যেকোনো সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- টিজিটি শিক্ষক।
যে সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- English, Science, Mathematics, Social Science, Hindi, Sanskrit, Bengali, Computer Science, Music, Dance, Painting & Physical Education.
শিক্ষাগত যোগ্যতা- যেকোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। সঙ্গে বি.এড ডিগ্রী থাকতে হবে। তাছাড়াও কোনো সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- পিআরটি শিক্ষক (প্রাইমারি শিক্ষক)
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ নিজ নিজ বিষয়ে স্নাতক পাশ।সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে। এবং আবেদনকারীকে সিটেট পাশ করে থাকতে হবে। তাছাড়াও কোনো সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- এলডিসি, ইউডিসি, সহকারী, ফ্রন্ট অফিস সহকারী/ অভ্যর্থনাকারী, নেটওয়ার্ক সহকারী, নার্স, ল্যাব সহকারী (পদার্থবিদ্যা, রসায়ন,
জীববিজ্ঞান ও কম্পিউটার এসসি.), গ্রন্থাগার সহকারী, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)।
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের নিয়োগ করা হবে।

বয়স- উপরোক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩১/১২/২০২১ তারিখের হিসাবে।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন ৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ কোথায় হবে নিচে দেওয়া হল।

নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গের মোট ১৯ টি DAV পাবলিক স্কুলে নিয়োগ করা হবে। DAV Public/Model School: Madhukunda, Purulia, STPS Santaldih, Bankura, MTPS Mejia, Durgapur, HCL Rupnarainpur, ECL- Pandaveswar, ECL-Nimcha, ECL-Jhanjra, Raniganj, Kanyapur-Asansol, KSTP Asansol, IIT Kharagpur, Midnapore, Haldia, Dubrajpur, Balurghat, & Barrackpore.

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

Related Articles