চাকরির খবর

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

Advertisement

পশ্চিমবঙ্গের খাদ্য ও পরিবহন দপ্তরের তরফ থেকে Group- C পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এবার বিস্তারিত নিচে বর্ণনা করা হলো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম সম্পর্কে। West Bengal Food & Supply Recruitment 2022.

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (Group- C)।
শূন্যপদের সংখ্যা- ৩৪ টি
বয়স- প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৩,০০০ টাকা ধার্য করা হয়েছে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে ৮ হাজার ক্লার্ক নিয়োগ

Application format

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে, কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাকসেস ও ইন্টারনেটে জ্ঞান থাকা প্রয়োজন। কোনো এনজিও বা সরকারি কোন দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট ফরম্যাটে মুখ বন্ধ খামে প্রয়োজনীয় নথিপত্র সমেত ড্রপ বক্সে ফেলতে হবে, নদীয়া, পাত্রবাজার, কৃষ্ণনগর, নদীয়া, পিন- 741101 এই ঠিকানায়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছুটির দিন ছাড়া বাকি দিন ১১ টা থেকে ৪ টের মধ্যে।
এছাড়াও প্রার্থীরা সমস্ত দরকারি নথি recruitment.nadia.fs@gmail.com এই ইমেল আইডি তে পাঠাতে পারেন।
আবেদন ফি- শূন্য।

চাকরির খবরঃ রাজ্যে ৬ হাজার ইন্টার্ন নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রয়োজনীয় নথিপত্র-
১) বয়সের প্রমাণপত্র।
২) বাসযোগ্যতার প্রমাণপত্র।
৩) স্নাতকের সার্টিফিকেট।
৪) কম্পিউটারের সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।

আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি, ২০২২

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles