পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। পশ্চিমবঙ্গের যেকোন জায়গা থেকেই পুরুষ- মহিলা উভয় আবেদন করতে পারবে। নিম্নে আবেদন প্রক্রিয়া বিশদে আলোচনা করা হল।
পদের নাম- Proficiency Trainees.
মোট শূন্যপদ- ৭২ টি।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- Proficiency Trainees পদে আবেদন করার জন্য শিক্ষাগত হতে হবে B.Sc. Nursing বা GNM নার্সিং পাশ।
প্রশিক্ষণের সময়সীমা- ১৮ মাস। প্রতিদিন প্রশিক্ষণের সময় ৮ ঘন্টা।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা হিসেবে ৮০০০/- টাকা দেওয়া হবে।
চাকরির খবরঃ ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর
আবেদন পদ্ধতি- প্রার্থীদের সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে পিডিএফ ফরমেটে ইমেইল আইডিতে পাঠাতে হবে।
আবেদপত্র পাঠানোর ইমেইল আইডি- ptn@saildsp.co.in
আবেদনের শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২২।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ- ১৫ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
ইন্টারভিউয়ের স্থান- Conference Hall 1st Floor DSP Main Hospital. Durgapur- 713205
আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
সরকারি স্কলারশিপ ২০২২
রাজ্যে গ্রূপ-সি কর্মী নিয়োগ
Application form: Download Now
Daily Job Update: Click Here