৭ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেটের উপর নির্ভরশীল বিভিন্ন কাজে ঘটতে পারে ব্যাঘাত। কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
পরীক্ষা শুরু হবে সকাল ১১:৪৫ থেকে। ১২ টা থেকে উত্তর লেখা শুরু করবে ছাত্র-ছাত্রীরা। তাই মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানান হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন, সোমবার থেকে দুপুরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়। এমনকি বাইরে থেকে নকল সরবরাহ রুখতেও বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন। তাছাড়াও বন্ধ থাকতে পারে হোয়াটস্যাপ, ফেসবুকও।
মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে। যে সমস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সেগুলো দুই ২৪ পরগনা, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদ। অর্থাৎ এইসব জেলাগুলির বিভিন্ন এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ব্যাপারে ঘোষণা করেছেন। তবে তিনি এও জানান, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ব্যাপার পুরোটাই প্রশাসনের উপর নির্ভরশীল।
আরও পড়ুনঃ
উচ্চ মাধ্যমিক রুটিন পরিবর্তন হতে চলেছে