শিক্ষার খবর

মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখুন, ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

Advertisement

মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে মুখ খুললেন খোদ পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।নির্বিঘ্নেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে।

প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার শেষে আনন্দ করলেও তাদের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চাপা চিন্তা থাকে। কবে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে তা নিয়ে শুধু ছেলে- মেয়েরা উদ্বিগ্ন থাকে এমন নয়, পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরাও চিন্তায় থাকেন। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণায় কিছুটা হলেও চিন্তা ঘুঁচলো পরীক্ষার্থীদের।
এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মাধ্যমিক রেজাল্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে আমরা মাধ্যমিকের ফল প্রকাশ করব।’

প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ থেকে। পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থীর অসুস্থ হওয়ার ঘটনাও সামনে এসেছিলো। তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন পর্ষদ সভাপতি। দু’জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে বলেও এদিন জানান পর্ষদ সভাপতি। মাধ্যমিকে ফলাফল কবে প্রকাশিত হবে? এবার এনিয়ে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়। অর্থাৎ নিয়ম মেনে নির্দিষ্ট সময়কালের মধ্য়েই ফলাফল প্রকাশিত হবে এবার। এদিকে এবার ইতিহাসের প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে এবিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি পর্ষদ সভাপতির কাছ থেকে।

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২২ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।

Related Articles