সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, জামালপুর ওয়ার্কশপ বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। অনলাইনে আবেদন শুরু হবে এপ্রিলের ১১ তারিখ থেকে। তবে আবেদন করার আগে জেনে নিন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ও আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ডিভিশন- হাওড়া ডিভিশন।
মোট শূন্যপদ- ৬৫৯ টি।
ডিভিশন- লিলুয়া ওয়ার্কশপ।
মোট শূন্যপদ- ৬১২ টি।
ডিভিশন- শিয়ালদা ডিভিশন।
মোট শূন্যপদ- ২৯৭ টি।
ডিভিশন- মালদা ডিভিশন।
মোট শূন্যপদ- ১৩৮ টি।
ডিভিশন– কাঁচরাপাড়া ওয়ার্কশপ।
মোট শূন্যপদ- ১৮৭ টি।
ডিভিশন- আসানসোল ডিভিশন।
মোট শূন্যপদ- ৪১২ টি।
ডিভিশন- জামালপুর ডিভিশন।
মোট শূন্যপদ- ৬৬৭ টি।
যেসব ট্রেডে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো- ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ওয়ারমান, ইলেকট্রিশিয়ান মেকানিক মেশিন টুল মেন্ট, Mech ( MV), Mech (Dsl), Machinist, টার্নার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ইলেকট্রিশিয়ান ফিটার, FCO, অয়েল ইঞ্জিন ড্রাইভার/ AC, AC Fitter, মেকানিক ফিটার, DSL, ব্ল্যাক স্মিথ, সিট মেটাল ওয়ার্কার।
চাকরির খবরঃ
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
বয়স- প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সের উপরে সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ 3 বছরের ছাড় পাবেন। এছাড়াও PWBD প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), সিট্ মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়ারম্যান, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল) পদের ক্ষেত্রে অষ্টম পাশ উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পূর্ব রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট www.rrcer.com এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।আবেদন করার সময় আবেদনকারীকে ফটো, স্বাক্ষর, অষ্টম ও মাধ্যমিক পাশের মার্কশিট (পদ অনুযায়ী), ITI সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWBD সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। প্রার্থীর ফটো এবং স্বাক্ষর JPG/ JPEG ফরমেটে হতে হবে।
আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।SC/ ST/ PWBD ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
চাকরির খবরঃ
ইন্ডিয়ান স্টাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গ্রূপ-সি কর্মী নিয়োগ
আবেদন করার তারিখ- ১১ই এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া চলবে ১০ই মে পর্যন্ত। আবেদনকারীকে ১০ই এর মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়ার কাজ শেষ করতে হবে।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here