রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাণীনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক টি.জি.টি শিক্ষক নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। West Bengal School Teacher Recruitment.
পদের নাম- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)।
বিষয়- বিজ্ঞান বিভাগ।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই ৫৫ শতাংশ নম্বর সহ জুওলজি/ বোটানি/ কেমিস্ট্রি বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে বি.এড ডিগ্ৰি থাকতে হবে। এবং আবেদনকারীকে সি.টেট (CTET) উত্তীর্ণ হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করার জন্য আলাদা করে কোনোরূপ আবেদনপত্র পূরণ করতে হবে না। ইন্টারভিউ -এর দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউ -এর দিন আবেদনকারীকে নিজের সমস্ত ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে।
আবেদন ফি- শূন্য। অর্থাৎ এই পদে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি- নথিপত্র যাচাইকরণ (Documents Verification) ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১৬ এপ্রিল, ২০২২। রিপোর্টিং টাইম সকাল ৯ টা।
ইন্টারভিউ স্থান- KENDRIYA VIDYALAYA, B.S.F. RANINAGAR. P.O.: Patkata, Distt.: Jalpaiguri, West Bengal, PIN- 735133
আরও পড়ুনঃ এসএসসি নিয়োগ দুর্নীতিতে শিক্ষা মন্ত্রীর নাম জড়ালো
Official Notice: Download Now
Daily Job Update: Click Here