মাধ্যমিক পাশে জেলায় মহিলা কর্মী নিয়োগ। শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- হাউস মাদার (রেসিডেন্সিয়াল)।
মোট শূন্যপদ- ২ টি।
বয়স- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা চাইল্ড কেয়ারের যেকোনো প্রতিষ্ঠানে অন্ততপক্ষে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,১০০ টাকা।
পদের নাম- নার্স (রেসিডেন্সিয়াল)।
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- শুধুমাত্র অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি সেল্ফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানার ড্রপবক্সে জমা করতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application for the post of _________ for Govt run CCI/ SAA Under ICPS, Paschim Medinipur.
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- District Child Protection Unit Under Social Welfare Section, Collectorate, P.O- Medinipur, Dist- Paschim Medinipur, Pin- 721101, West Bengal.
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ভাইভা টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের এবং ভাইভা টেস্ট হবে ২০ নম্বরের, মোট ১০০ নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।
১) হাউস মাদার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার সিলেবাস- বাংলা- ২০, ইংরেজি- ১০, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স- ২০, অংক- ১০, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার- ২০
২) নার্স পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার সিলেবাস- বাংলা- ২০, ইংরেজি- ১০, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স- ২০, অংক- ১০, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট- ২০
চাকরির খবরঃ রাজ্যে এইট পাশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বালিকা ভবনে, যেটি সরকার অনুমোদিত শিশু সুরক্ষা একটি দপ্তরে। আবেদনকারীকে পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৯ এপ্রিল, ২০২২।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here