জেলার আদালতে গ্রুপ- সি এবং গ্রুপ- ডি সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন জেলায় কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি)।
মোট শূন্যপদ- ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেশন এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।
পদের নাম- প্রসেস সার্ভার (গ্রুপ-সি)।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক কাজগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী ২১,০০০ থেকে ৫৪,০০০ টাকা।
পদের নাম- পিয়ন/ নাইটগার্ড (গ্রুপ ডি)।
মোট শূন্যপদ- ২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক কাজগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা।
পদের নাম- সুইপার (কর্ম বন্ধু) (গ্রুপ-ডি)।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে
বেতন- পে লেভেল ১ অনুযায়ী ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখে নিন
পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ- বি)।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রতি মিনিটে ৮০ টি শব্দ শর্টহ্যান্ড লেখার দক্ষতা এবং প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে।
বেতন- পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০৭/২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদনকারী কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। একজন আবেদনকারী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি- প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদন ফি আলাদা আলাদা রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে ৭০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে এবং SC/ ST প্রার্থীর ক্ষেত্রে ৫০০ টাকা। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ৮০০ টাকা এবং SC/ ST প্রার্থীর ক্ষেত্রে ৬০০ টাকা। গ্রুপ ডি অর্থাৎ পিয়ন, নাইটগার্ড ও সুইপার পদের ক্ষেত্রে ৬০০ টাকা,SC/ ST প্রার্থীর ক্ষেত্রে ৪০০ টাকা। কেবল অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI ইত্যাদি এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। তিনটি পেপারের (পেপার I,II,III) উপর প্রার্থীকে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষার ধরন- পেপার I এবং III এর পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের এবং পেপার II এর পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের। পার্সোনাল টেস্ট হবে মোট ৩০ নম্বরের।
নিয়োগের স্থান- ঝাড়গ্রাম জেলার আদালতে।
আবেদন করার শেষ তারিখ- অনলাইনে আবেদন করা যাবে ২১ মে থেকে ১০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।
আরও পড়ুনঃ
রাজ্যের প্রতিটি জেলায় মহিলা কর্মী নিয়োগ
রাজ্যের পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
Official Website: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here