চাকরির খবর

রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে, আবেদনপত্র পূরণ করে বিডিও অফিসে জমা দিতে হবে

Advertisement

রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের আবারও একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন জেলায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৬ টি।
বয়স- এই পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১/১/২০২২ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বস্ত্র দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নিম্মে দেওয়া আবেদনপত্র নির্ভুল ভাবে পূরণ করে। প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে আবেদনপত্রটি কুরিয়ার মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কেবলমাত্র বিবাহিত/ বিধবা এবং বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নদীয়া জেলার তেহাট্টা ব্লকের অন্তর্গত নির্দিষ্ট পঞ্চায়েতের অন্তর্ভুক্ত স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রগুলি হল-
১) বয়সের প্রমাণপত্র।
২) মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট।
৩) এলাকার বাসিন্দার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড।
৪) সেলফ অ্যাটেস্টেড করা প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫) প্রার্থীদের প্রশিক্ষণপ্রাপ্তের সার্টিফিকেট।
৬) বিধবা প্রার্থী হলে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৭) বিবাহিত প্রার্থী হলে বিবাহের প্রমাণপত্র।
৮) বিবাহ বিচ্ছিন্না হলে বিবাহ বিচ্ছেদের প্রমাণপত্র।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- তেহট্ট-১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, গ্ৰাম + পোস্ট- তেহট্ট, জেলা- নদীয়া, পিন- ৭৪১১৬০।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ১৬/০৬/২০২২।

নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ে বিভিন্ন দক্ষতা দ্বারা নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- কানাইনগর পঞ্চায়েতের উপসাস্থ্য কেন্দ্রে- ১টি, ছিটকা পঞ্চায়েতের মূখ্য উপসাস্থ্য কেন্দ্রে- ১ টি, ছিটকা পঞ্চায়েতের হরিপুর উপসাস্থ্য কেন্দ্রে- ২ টি, নাটনা পঞ্চায়েতের দেবনাথপুর উপসাস্থ্য কেন্দ্রে- ১ টি, তেহট্ট পঞ্চায়েতের মূখ্য উপসাস্থ্য কেন্দ্রে- ১ টি।

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles