পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ২ বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- লাইব্রেরিয়ান
মোট শূন্যপদ- ৫টি। (UR-1, UR(EC)-1, SC(EC)-1, ST-1, OBC A-1)
শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের ডিগ্রী কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে লাইব্রেরিয়ান পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ও বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
বেতন- বেসিক পে লেভেল -১০ অনুযায়ী বেতন হবে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For The Post Of_ (পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library officer, At- DRDA Building (2nd Floor), Zilla Parishad Campus, Midnapore- 721101
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
Read More: WB GDS Result Download
আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা আবেদন পত্র পাঠাতে পারবেন ১৫ জুলাই ২০২২, বিকেল ৫ টার মধ্যে।
Official Notification: Download
Official Website: Click Here
Daily Job Update: Click Here