চাকরির খবর

রাজ্যে ক্লার্ক ও গ্রুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজের জুভেনাইল জাস্টিস বোর্ডে একাধিক শূন্যপদে (Group- C & Group- D) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদনে।

পদের নাম- গ্রুপ- ডি।
মোট শূন্যপদ- ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে হিন্দি ও বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১২,০০০/- টাকা।

চাকরির খবরঃ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ- ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং হিন্দি ও বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১৩,৫০০/- টাকা।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক। (বেঞ্চ ক্লার্ক)
মোট শূন্যপদ- ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং হিন্দি ও বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১৩,৫০০/- টাকা।

পদের নাম- কাউন্সেলার।
মোট শূন্যপদ- ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখা ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১৩,৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবং খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For The Post of ____ (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The District Child Protection Unit, Office of the District Magistrate, Jhargram

চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন শুরু- ২৭ শে জুন ২০২২ তারিখ থেকে।
আবেদন শেষ- ১৫ ই জুলাই ২০২২ তারিখ ৪ টার মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

Official Notification: Download Now
Application Form: Download Now
Daily Job Update: Click Here 

Related Articles