দেশের তথা রাজ্যের বেকারদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এপ্রেন্টিস নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, ওয়েল্ডার সহ বিভিন্ন পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে রইলো আজকের এই প্রতিবেদন।
পদে নাম- শিক্ষানবিশ। (Apprentice)
মোট শূন্যপদ- ৮৭৬ টি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এপ্রেন্টিস নিয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিন্ট, প্রিন্টার, ওয়েল্ডার ও প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে। তবে এই পদগুলোর ক্ষেত্রেও Freshers ও Ex ITI -এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদের সংখ্যা আলাদা আলাদা।
১) Catagory– Freshers
মোট শূন্যপদ- ২৭৬ টি।
শিক্ষাগত যোগ্যতা:
ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেকানিষ্টের- এদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ সহ মাধ্যমিকের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
কার্পেন্টার ও প্রিন্টার- এদের ক্ষেত্রে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ সহ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের সময় সীমা- ২ বছর।
ওয়েল্ডার- এর ক্ষেত্রে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ সহ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর ৩ মাস।
স্টাইপেন্ড- প্রতিমাসে ৬,০০০/- থেকে ৭,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে গ্রুপ- ডি কর্মী নিয়োগ
২) Catagory – Ex ITI
মোট শূন্যপদ- ৬০০ টি।
শিক্ষাগত যোগ্যতা:
ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেকানিষ্টের- এদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ সহ মাধ্যমিকের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন।
কার্পেন্টার, প্রিন্টার ও ওয়েল্ডারের- এদের ক্ষেত্রে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ সহ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন।
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট- এদের ক্ষেত্রে যে কোন শাখায় মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
স্টাইপেন্ড- প্রতিমাসে ৭,০০০/- টাকা।
চাকরির খবরঃ জেলা দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ
বয়স- উভয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৬/০৭/২০২২ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর OBC প্রার্থীরা ৩ বছর। SC/ST প্রার্থীরা ৫ বছর ও PWD প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি তাদের অফিশিয়াল https://pb.icf.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি- আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD/Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ২৬ শে জুলাই ২০২২ তারিখ বিকাল ৫:৩০ মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here