শিক্ষার খবর

ফের রাজ্যে স্কুল বন্ধ হচ্ছে? সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Advertisement

আবারও বন্ধ হতে পারে স্কুল। স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টানা দু’বছর করোনার কারণে বন্ধ হয়েছিল স্কুল। তারপরে করোনা কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললেও গরমের ছুটিতে আবার বহুদিন স্কুল বন্ধ ছিল। গত ২৮ জুন সোমবার স্কুল খুললেও দু’সপ্তাহ স্কুল হতে না হতেই আবারও স্কুল বন্ধ হতে পারে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে শিক্ষা দপ্তরের তরফে সাফ জানানো হয় এখনই স্কুল বন্ধ করার বিষয়ে ভাবছেনা বিকাশ ভবন।

এদিন ৮ জুলাই শুক্রবার তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাংবাদিকরা প্রশ্ন করেন করোনা বাড়ছে, এই পরিস্থিতিতে স্কুল বন্ধ করার কথা শিক্ষাদপ্তর কি ভাবছে? তখন ব্রাত্য বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশিকা পাওয়া যায়নি। তেমন নির্দেশিকা পেলে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে।

চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, বহুদিন গরমের ছুটি পড়ার কারণে সরকার এখনই স্কুল বন্ধ রাখার ঝুঁকি নিতে চাইছে না বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ। তবে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দ্রুত নিয়োগের বিষয়ে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বন্ধ রয়েছে তা খোলার জন্য আদালতের কাছে সরকার আবেদন জানিয়ে যাবে। সার্ভার রুম বা ডেটা রুম আদালতের নির্দেশে বন্ধ থাকায় প্রাথমিক, প্রধান শিক্ষক নিয়োগের মত বিষয়গুলো থমকে রয়েছে। ২০ জুলাই শুনানির পর কলকাতা হাইকোর্ট সার্ভার রুম খোলার বিষয়ে ছাড়পত্র দিতে পারে এমনই ওয়াকিবহল মহলের আশা। তবে এখনই রাজ্যের স্কুল বন্ধ নিয়ে কোনোরকম সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দপ্তর।

Related Articles