রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের বিভিন্ন সাব ডিভিশন এলাকায় আশা কো- অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
Asha Co- Ordinator Recruitment 2022
পদের নাম- ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা)।
মোট শূন্যপদ- ৫ টি। (বসিরহাট- ২ টি, ব্যারাকপুর- ১ টি, বারাসাত- ২ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Social Science/ Sociology/ MBA/ MSW বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন। অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস সহ সংশ্লিষ্ট দপ্তরে দু’বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স- ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায়
বেতন- প্রতিমাসে ১৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী পদে আবেদন করুন
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র (আলাদা আলাদা সাব- ডিভিশন অনুযায়ী) ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করার পর একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখ বন্ধ খামের ওপর বড় হাতে লিখতে হবে Application For The Post of _________ (যে পদে আবেদন করছেন ওই পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Barrackpore Sub Division- The Sub Divisional officer, Barrackpore, north 24 Parganas, Administrative Building, S.N. Banerjee road, Barrackpore, Kolkata-700120.
Basirhat Sub Division- the Office of the Sub Divisional officer, Basirhat, P.O- Basirhat, P.S- Basirhat, Dist- North 24 Parganas, Pin- 743411.
Barasat Sub Division- Sub Divisional officer, Barasat (Sadar) Sub Division, Administrative Building, North 24 Parganas
আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ ২৬ জুলাই ২০২২ তারিখ বিকাল ৩ টা।
প্রয়োজনীয় ডকুমেন্টস- আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির স্বপ্রত্যয়িত নকল (জেরক্স কপি) সংযুক্ত করতে হবে।
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ
Official Notification & Application form:
Barasat Sub Division- Click Here
Basirhat Sub Division- Click Here
Barrackpore Sub Division- Click Here