মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অডার্লি (গ্রুপ-ডি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর জেলায়। এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এবং অডার্লি (গ্রুপ-ডি)।
রেলওয়ে গ্রূপ-ডি ও NTPC পরীক্ষার ফ্রী স্টাডি মেটিরিয়ালস এবং পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা-
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- মাধ্যমিক পাশ।
অডার্লি (গ্রুপ-ডি)- অষ্টম শ্রেণী পাশ।
বয়স- উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।
বেতন-
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- প্রতিমাসে 11,800/- টাকা।
অডার্লি (গ্রুপ-ডি)- প্রতিমাসে 7000/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি- শূন্য।
নিয়োগ পদ্ধতি-
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- 80 নম্বরের লিখিত পরীক্ষা, তারপরে 10 নম্বরের কম্পিউটার টেস্ট। শেষে থাকবে 10 নম্বরের ইন্টারভিউ।
অডার্লি (গ্রুপ-ডি)- সরাসরি walk-in-interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-
সরাসরি অনলাইনে আবেদন করুন-
আবেদনের শেষ তারিখ- 22 সেপ্টেম্বর।
প্রতিদিন নতুন চাকরির খবর পেতে ExamBangla.com এর পাতায় চোখ রাখুন। বাঙালিদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় চাকরির খবর প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে।