১. অ্যাভোগাড্রো সংখ্যা কে কি দ্বারা প্রকাশ করা হয়?
উঃ N।
২. আইসোটোপে কি ভিন্ন থাকে?
উঃ ভর সংখ্যা।
৩. আইসোটোন -এ কি সমান থাকে?
উঃ নিউট্রন।
৪. আইসোবার -এ কি ভিন্ন থাকে?
উঃ প্রোটন সংখ্যা।
৫. চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়?
উঃ বৃদ্ধি পায়।
৬. প্রকৃতিতে পাওয়া অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি?
উঃ 300 টি।
৭. সিজিএস পদ্ধতিতে লীনতাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম।
৮. জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস।
৯. ব্যাটারির মধ্যে কোন এসিড ব্যবহার করা হয়?
উঃ সালফিউরিক অ্যাসিড।
১০. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি?
উঃ লবণ জলের।
১১. নির্দিষ্ট গলনাংক ও হিমাংক নেই এমন দুটি পদার্থের নাম লেখ।
উঃ মোম এবং কাঁচ।
১২. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
উঃ 22 টি।
১৩. প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি?
উঃ প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয়বষ্পের চাপ বাড়িয়ে 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফোটানো হয় বলে রান্না খুব তাড়াতাড়ি হয়।
১৪. রকেটে ও জেট প্লেনে নিউটনের কোন নীতি কার্যকর করা হয়েছে?
উঃ নিউটনের তৃতীয় গতিসূত্র টি কার্যকর করা হয়েছে।
১৫. তেজস্ক্রিয়তার একক এর নাম কি?
উঃ কুরি।
১৬. কোন গ্যাস বর্ণহীন অথচ বিষাক্ত?
উঃ সায়ানোজেন।
১৭. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
উঃ 10 দিন।
১৮. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
উঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে বোঝায়।
১৯. কোন ধাতুর উপর আলো পড়লে ওই ধাতুর রোধ কমে?
উঃ সেলেনিয়াম।
২০. মানবদেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ উইলিয়াম হার্ভে।
২১. সমুদ্র পথের দূরত্ব মাপা হয় কোন এককে?
উঃ নট।
২২. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?
উঃ বিজ্ঞানী ময়সা।
২৩. মানুষের দীর্ঘতম হাড় কোনটি?
উঃ উরুর হাড় (ফিমার)
২৪. হাইড্রোমিটার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয়?
উঃ তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়।
২৫. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?
উঃ অপ্সরা।
২৬. শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়?
উঃ কঠিন মাধ্যমে।
২৭. শব্দের গতি সবচেয়ে কম কোথায়?
উঃ বায়বীয় মাধ্যমে।
২৮. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন জায়গায়?
উঃ মরীচিকায়।
২৯. অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়?
উঃ 3 টি।
৩০. কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?
উঃ ভ্রুনজ মেসোফার্ম থেকে।
৩১. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
উঃ লিথিয়াম।
৩২. প্রোটিন গঠনে ব্যবহৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কটি?
উঃ 20 টি।
৩৩. ডাচের তেল আসলে কী?
উঃ তামা ও দস্তার ধাতু সংকর।
৩৪. কোন গ্যাসকে ‘Fixed Air’ বলে?
উঃ কার্বন-ডাই-অক্সাইড।
৩৫. বরফের গলনাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রী সেলসিয়াস।
৩৬. গোবর গ্যাসের মধ্যে কোন গ্যাস বেশি থাকে?
উঃ মিথেন গ্যাস।
৩৭. ভিটামিন শব্দটির প্রবক্তা কে?
উঃ ক্যাশিমির ফাঙ্ক।
৩৮. একমাত্র কোন ভিটামিন -এ কোবাল্ট থাকে?
উঃ ভিটামিন B12।