কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Graduate Apprentice
মোট শূন্যপদ- ৪৪ টি।
যেসব পদে Apprentice নিয়োগ করা হবে- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ও কেমিক্যাল।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে B.E /B Tech পাশ করে থাকতে হবে।
সময়সীমা- ১ বছর।
পদের নাম- Technical Apprentice
মোট শূন্যপদ- ৩১ টি।
যেসব পদে Apprentice নিয়োগ করা হবে- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও সিভিল।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে Diploma কোর্স পাশ করে থাকতে হবে।
সময়সীমা- ১ বছর।
চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
পদের নাম- Trade Apprentice
মোট শূন্যপদ- ২৩ টি।
যেসব পদে ট্রেডে Apprentice নিয়োগ করা হবে- ল্যাব এসিস্ট্যান্ট, এক্সকিউদিভ এইচআর, এক্সকিউদিভ মার্কেটিং, এক্সকিউভ কম্পিউটার সাইন্স, এক্সিকিউটিভ ফাইনান্স অ্যাকাউন্টস ও Aocp।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষগত যোগ্যতায় নিয়োগ করা হবে।
সময়সীমা- ১ বছর।
পদের নাম- Optional Trade
মোট শূন্যপদ- ৫ টি।
যেসব পদে ট্রেডে Apprentice নিয়োগ করা হবে- ওয়্যার হাউস এক্সিকিউটিভ, স্টোরেজ ইনভেন্টরি এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস এক্সক্লুসিভ।
শিক্ষাগত যোগ্যতা– ওয়্যার হাউস এক্সিকিউটিভের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ, স্টোরেজ ইনভেন্টরি এক্সিকিউটিভের ক্ষেত্রে মাধ্যমিক পাশ ও অ্যাকাউন্টস এক্সক্লুসিভের ক্ষেত্রে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পাশ করে থাকতে হবে।
সময়সীমা- ১ বছর।
চাকরির খবরঃ রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট www.apprenticeshipindia.org-তে এগিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে গ্রাজুয়েট/ টেকনিক্যাল Apprentice দের www.mhrdnats.gov.in ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারের হার্ড কপি ও প্রয়োজনীয় ডকুমেন্টস স্পীড পোস্ট বা কুরিয়ার এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-The Deputy General Manager (HR&A)
OSCOM, IREL(India) Limited,
Matikhalo, Ganjam,Odisha-761045
আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
২) কাস্ট সার্টিফিকেট।
৩) ইনকাম সার্টিফিকেট।
৪) আধার কার্ড।
৫) এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে নাইট গার্ড পদে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Apply Now 1: Click Here
Apply Now 2: Click Here
Daily Job Updat: Click Here