১ হাজার ৯০১ টি শূন্যপদের কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) -এর তরফে বিভিন্ন গ্রুপ- সি ও গ্রুপ-বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
DRDO -তে প্রচুর শূন্যপদে নিয়োগ
পদের নাম- টেকনিক্যাল- A। (Group -C)
পোস্ট কোড- ০২০২-০২২১
মোট শূন্যপদ- ৮২৬ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে- বুক বাইন্ডার, কার্পেন্টার, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, প্রিন্টার, ফটোগ্রাফার, ওয়েল্ডার সহ ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরাসরি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। (Group -B)
পোস্ট কোড- ০১০১-০১২৩
মোট শূন্যপদ- ১০৭৫ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে- এগ্রিকালচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বোটানি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরী সাইন্স, মেডিকেল টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, জুয়লজি সহ ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তাদের কিছু পদের শিক্ষাগত যোগ্যতা নীচে দেওয়া হয়েছে। বাকি পদ্গুলির শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরাসরি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.drdo.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। ST/ SC/ PWD/ EWS প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- আগ্রা, বালেশ্বর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, যোধপুর, কানপুর, নাসিক, তাজপুর, পুনে সহ দেশের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের আশা কর্মী পদে কর্মী নিয়োগ
আবেদন শুরু- ৩ সেপ্টেম্বর, ২০২২
আবেদন শেষ- ২৩ সেপ্টেম্বর, ২০২২
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here