চাকরির খবর

ভারতীয় রেলে গ্রুপ -সি পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Advertisement

ভারতীয় রেলে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের নাম আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- গ্রুপ- সি। (লেভেল-৪/ লেভেল-৫) (Catagory-1)।
মোট শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা। সঙ্গে গ্রেড পে ২৪০০/- টাকা অথবা ২৮০০ টাকা।

চাকরির খবরঃ এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ

পদের নাম- গ্ৰুপ- সি। (লেভেল-২/ লেভেল-৩) (Catagory-1)।
মোট শূন্যপদ- ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা। সঙ্গে গ্ৰেড পে ১৯০০/- টাকা অথবা ২০০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন শুরু- ৩০ আগস্ট, ২০২২
আবেদনের শেষ- ২৯ সেপ্টেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেলদের প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে ৪০০/- রিফান্ড দেওয়া হবে Trial উপস্থিত হলে। এছাড়াও ST/ SC ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে পুরো ২৫০/- টাকাই রিফান্ড দেওয়া হবে Trial উপস্থিত হলে।

চাকরির খবরঃ রাজ্যে প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ

নিয়োগ স্থান- ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কোয়াটের যেকোনো ইউনিটে।
নিয়োগ পদ্ধতি- একাডেমিক স্কোর ও Trial মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles