চাকরির খবর

সাব সেন্টারে আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত

Advertisement

পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। রাজ্যের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্য্যালয় থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি জেলের ৭ টি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরাসরি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ স্টিল কারখানায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ 

আবেদন পদ্ধতি- প্রার্থীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এবং সেটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নিজ নিজ ব্লক অফিসে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২২
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Block Development Officer, __Development Block, At__B.D.O Office, At__P.O.___P.S.___Dist-Purba Medinipur, Pin-____.

প্রয়োজনের ডকুমেন্ট-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্নাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট ও বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

আরও পড়ুনঃ প্রাইমারি শিক্ষকদের ডকুমেন্টস তলব প্রাথমিক শিক্ষা বোর্ডের

আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। এবং প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও গ্ৰেড-১ এবং গ্ৰেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
শূন্যপদে বিন্যাস- নন্দীগ্রাম-১ নং ব্লক (মোম নং-১৯৭৫)- ৮ টি, সুতাহাটা (স্বারক নং – ১৫৫২)- ৩ টি, এগরা-১ নং ব্লক (মেমো নং -২০৯০)- ৬ টি, চন্ডিপুর ব্লক (Memo No- 2663/CHP)- ১১ টি, ভগবানপুর-১ নং ব্লক (মেমো নং – ২২৮০)- ৭ টি, ময়না ব্লক (মেমো নং- ৩০৩৪)-৭ টি ও এগরা-২ নং ব্লক (Memo No- 2580/E2B)- ৬ টি।

Official Notification-
মোম নং-১৯৭৫: Download Now
স্বারক নং – ১৫৫২: Download Now
মেমো নং -২০৯০: Download Now
Memo No- 2663/CHP: Download Now
মেমো নং – ২২৮০: Download Now
মেমো নং- ৩০৩৪: Download Now
Memo No- 2580/E2B: Download Now

Related Articles