রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাংবাদিক সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
এদিন তিনি ঘোষণা করেন, রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের বয়সসীমা বৃদ্ধি করা হবে। পূর্বে কনস্টেবল নিয়োগের বয়সসীমা ছিল ১৮ থেকে ২৭ বছর। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জেনারেল ক্যাটাগরির চাকরী প্রার্থীদের জন্য বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ST এবং SC ক্যাটাগরির পরীক্ষার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ এবং OBC দের ক্ষেত্রে এই সীমা ১৮ বছর থেকে ৩৩ বছর। কনস্টেবল নিয়োগের বয়সসীমা বৃদ্ধি করায় বহু চাকরীপ্রার্থী খুবই খুশি।
আরও পড়ুনঃ প্রাইমারী টেট নিয়ে বিরাট সুখবর
এছাড়াও এদিন কোলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ড্রাইভারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পূর্বে কোলকাতা পুলিশের ড্রাইভার ১৩ হাজার ৫০০ টাকা পেতেন। এদিন তাদের বেতন ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে, ১৫ হাজার টাকা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ড্রাইভারদের পূর্বে বেতন ছিল ১১ হাজার ৫০০ টাকা। এদিন ঘোষণায় বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করেন। তাদের নতুন বেতন হয় ১৩ হাজার ৫০০ টাকা।