এক নজরে
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম- উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল নির্বাচন, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।
দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান প্রশ্ন উত্তর
(ক) সঠিক উত্তরটি নির্বাচন কর-
১) পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায় তা হল-
(A) ফোটোন্যাস্টি
(B) কেমোন্যাস্টি
(C) ফটোট্রপিজাম
(D) নিকটিন্যাস্টি
উঃ (A) ফোটোন্যাস্টি
২) বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায়, তা হল-
(A) বলন
(B) পরিচলন
(C) প্রকরণ
(D) আবর্তন
উঃ প্রকরণ
৩) টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে কারণ-
(A) ফোটোন্যাস্টিক চলন
(B) থার্মোন্যাস্টিক চলন
(C) কেমোন্যাস্টিক চলন
(D) কোনোটাই নয়
উঃ (B) থার্মোন্যাস্টিক চলন
৪) জিওট্রপিক চলনের উদ্দীপক হল-
(A) জল
(B) অভিকর্ষ
(C) আলো
(D) তাপ
উঃ (B) অভিকর্ষ
৫) জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি?
(A) সিসমোগ্রাফ
(B) লিথোগ্রাফ
(C) থার্মোগ্রাফ
(D) ক্রেসকোগ্রাফ
উঃ(D) ক্রেসকোগ্রাফ
৬) কচি কলাপাতা গুটিয়ে থাকা এক প্রকার-
(A) এপিন্যাস্টি
(B) হাইপোন্যাস্টি
(C) সিসমোন্যাস্টি
(D) কোনটাই নয়
উঃ (B) হাইপোন্যাস্টি
৭) উদ্ভিদের কান্ডে যে চলন দেখা যায়-
(A) পজিটিভ ফটোট্রপিক
(B) নেগেটিভ ফটোট্রপিক
(C) পজিটিভ হাইড্রোট্রপিক
(D) পজিটিভ জিওট্রপিক
উঃ (A) পজিটিভ ফটোট্রপিক
৮) অ্যামিবয়েড চলন যেটিতে দেখা যায় তা হল-
(A) সূর্যমুখী ফুল
(B) ফার্নের শুক্রাণু
(C) মিক্সোমাইসেটিস
(D) কোনটাই নয়
উঃ (C) মিক্সোমাইসেটিস
৯) সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হলো এক প্রকার-
(A) জল প্রতিকূলবর্তী চলন
(B) আলোক অনুকূলবর্তি চলন
(C) অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
(D) সবকটি
উঃ (D) সবকটি
১০) কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা-
(A) সামগ্রিক চলন
(B) বৃদ্ধিজনিত চলন
(C) রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন
(D) প্রকরণ চলন
উঃ (B) বৃদ্ধিজনিত চলন
১১) উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল-
(A) ট্রপিক
(B) ট্যাকটিক
(C) ন্যাস্টিক
(D) প্রকরণ
উঃ (A) ট্রপিক
১২) কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হল-
(A) ফোটোন্যাস্টি
(B) কেমোন্যাস্টি
(C) থার্মোন্যাস্টি
(D) কোনটাই নয়
উঃ (A) ফোটোন্যাস্টি
১৩) আবর্তন গতি বা সার্কুলেশন দেখা যায়-
(A) কুমড়োর কান্ডরোম
(B) মূলরোমে
(C) পাতাশ্যাওলার পাতার কোষে
(D) কোনটাই নয়
উঃ (A) কুমড়োর কান্ডরোম
১৪) ডায়াটম নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম একে বলে-
(A) অভ্যন্তরীণ চলন
(B) বক্র সঞ্চালন
(C) আবর্তন চলন
(D) প্রকরণ চলন
উঃ (A) অভ্যন্তরীণ চলন
১৫) ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে-
(A) কেমোট্রপিজম
(B) জিওট্রপিজম
(C) ফটোট্রপিজম
(D) কোনটাই নয়
উঃ (A) কেমোট্রপিজম
(খ) শূন্যস্থান পূরণ করো-
১) গমনে সক্ষম একটি উদ্ভিদ _______ (উঃ ভলভক্স)।
২) আলোকের দিকে কাণ্ডের বেড়ে চলা হলো ________ চলন। (উঃ বৃদ্ধিজ)
৩) সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখী চলন হল __________ (উঃ ফটোন্যাস্টিক)।
৪) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে _______ চলন বলে। (উঃ ন্যাস্টিক)
৫) সূর্যশিশিরের পাতায় কর্ষিকার চলনের জন্য দায়ী উদ্দীপকটি হল _______ (উঃ পতঙ্গের দেহস্থিত প্রোটিন)।
৬) ন্যুটেশন হলো এক প্রকার______চলন। (উঃ বৃদ্ধিজ)
৭) লজ্জাবতীর পত্রমূলের স্ফীত অংশটির নাম______(উঃ পালভিনাস)।
৮) রাতেরবেলা তেঁতুল পাতার মুড়ে যাওয়ার কারণ হলো_______(উঃ নিকটিন্যাস্টি)।
৯) পার্চমেন্ট কাগজ ব্যবহার করা হয়_______চলনের পরীক্ষার জন্য। (উঃ জিওট্রপিক)
(গ) ঠিক বা ভুল নির্বাচন করো-
১) উদ্দীপনা অভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় প্রকার হতে পারে। (উঃ ঠিক)
২) ন্যাস্টিক চলন স্থায়ী প্রকৃতির। (উঃ ভুল)
৩) উদ্ভিদের কান্ডকে নেগেটিভলি ফটোট্রপিক বলে। (উঃ ভুল)
৪) উন্নত উদ্ভিদের ট্যাকটিক চলন দেখা যায় না। (উঃ ঠিক)
৫) এককোষী শৈবালদের সামগ্রিক চলন ঘটে। (উঃ ঠিক)
৬) উদ্ভিদ দেহে প্রাণীদের তুলনায় বেশি সাড়া প্রদানের ঘটনা ঘটে। (উঃ ভুল)
৭) বনচাঁড়ালের প্রকরণ চলন এক ধরনের বৃদ্ধিজ চলন। (উঃ ভুল)
৮) থার্মোট্যাকটিক চলন হল সামগ্রিক আবিষ্ট চলন। (উঃ ঠিক)
৯) পাতাকে প্রতিকূল আলোকবর্তি বলে। (উঃ ভুল)
(ঘ) দু- একটি শব্দে উত্তর দাও-
১) পত্ররন্ধের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকার চলন?
উঃ ফোটোন্যাস্টিক চলন।
২) একটি বহিঃস্থ উদ্দীপকের নাম লেখ।
উঃ আলো।
৩) উদ্ভিদদেহে সারা প্রদানের ঘটনা কিসের মাধ্যমে ঘটে?
উঃ বৃদ্ধির চলন ও রসস্ফীতিজনিত চলন।
৪) মূলের প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলনের উদাহরণ দাও।
উঃ সুন্দরী গাছের শ্বাসমূল।
৫) লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম কি?
উঃ Mimosa Pudica
৬) সংবেদনশীল উদ্ভিদের ‘পালভিনি’ কোথায় অবস্থান করে?
উঃ পত্রবৃন্তে।
৭) উদ্ভিদের কোন অংশে হেলিওট্রপিক চলন দেখা যায়?
উঃ কান্ড।
৮) উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে কি বলে?
উঃ সাইক্লোসিস বা আবর্ত।
৯) মসের শুক্রাণু ডিম্বাণের দিকে যায় কিসের প্রভাবে?
উঃ সুক্রোজের প্রভাবে।
১০) বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন কোন উদ্ভিদের সাড়াপ্রদান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন?
উঃ লজ্জাবতী, বনচড়াল।
WBBSE Madhyamik Life Science Questions
(ঙ) সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)
১) উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি?
২) বাহ্যিক উদ্দীপক কাকে বলে?
৩) নিদ্রাচলন বলতে কী বোঝো?
৪) প্রকরণ চলন বা রসস্ফীতি জনিত চলন কাকে বলে?
৫) ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য গুলি লেখ।
৬) লজ্জাবতীর পাতায় স্পর্শব্যপ্তি চলনের কারণ ব্যাখ্যা কর।
৭) জলশ্রুতের টানে কচুরিপানার ভেসে যাওয়াকে গমন বলা যাবে কি?
৮) উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনা ধীরছ ঘটে কিন্তু প্রাণীদেহে তা দ্রুত ঘটে কিভাবে?
৯) পালভিনি কি?
১০) স্বতঃস্ফূর্ত বক্র চলন কাকে বলে?
(চ) সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ৩ (নিজে করো)
১) উদ্ভিদ চলনের তিনটি উদ্দেশ্য লিখ।
২) বৃদ্ধিজ চলন কাকে বলে? এর প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ কর।
৩) কিভাবে কোন উদ্ভিদ পরিবেশের পরিবর্তন অনুভব করে?
৪) আলো দ্বারা উদ্ভিদের চলন কিভাবে নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা কর।
৫) পজেটিভ ও নেগেটিভ ফোটোট্রপিক বলতে কী বোঝায় একটি চিত্রের মাধ্যমে তা বর্ণনা কর।
(ছ) রচনাধর্মী প্রশ্ন- প্রশ্নের মান- ৫ (নিজে করো)
১) সংবেদনশীলতা কাকে বলে? আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের ঘটনা সংক্ষেপে উল্লেখ কর।
২) ট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্যাকটিক চলনের প্রকারভেদ গুলি ব্যাখ্যা কর।
৩) উদ্ভিদের উদ্দীপনায় সাড়া প্রদানের পদ্ধতি কিভাবে ঘটে উদাহরণসহ আলোচনা কর।
৪) ফোটোট্রপিক চলন কাকে বলে? একটি পরীক্ষার দ্বারা উদ্ভিদের ফোটোট্রপিক চলন বুঝিয়ে দাও।
৫) হাইড্রোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের হাইড্রোপিকচলন একটি পরীক্ষার দ্বারা বুঝিয়ে দাও।
৬) ন্যাস্টিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সম্বন্ধে আলোচনা কর।
৭) জিওট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের জিও ট্রপিক চলন একটি পরীক্ষার দ্বারা বুঝিয়ে দাও।
(জ) পার্থক্য লেখ- (নিজে করো)
১) ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।
২) বৃদ্ধিজ চলন ও প্রকরণ চলন।
৩) ট্রপিক চলন ও ট্যাকটিক চলন।
৪) সার্কুলেশন ও রোটেশন।
৫) জিওট্রপিক চলন ও ফটোট্যাকটিক চলন।
৬) ফোটনাস্টিক চলন ও ফটোট্রপিক চলন।