চাকরির খবর

১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের পথে শ্রমদপ্তর

Advertisement

আগামী 3 মাসের মধ্যে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইএসআই নিগম। সূত্রের খবর, প্রায় 10 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা। ইএসআই নিগমের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার নিজেই এই শূন্যপদ পূরণের ব্যাপারে উদ্যোগী হয়েছেন। পশ্চিমবঙ্গে এই দপ্তরের কমবেশি 15 টি অফিস রয়েছে। তাই রাজ্যের চাকরিপ্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।জানা যাচ্ছে, এই 10 হাজার শূন্যপদের মধ্যে নন-মেডিকেল পদে শূন্যপদ রয়েছে প্রায় 9 হাজার। এই শূন্যপদের হিসাব 31 মার্চ, 2020 পর্যন্ত। তার পরেও যদি অবসরের কারণে আরও শূন্যপদ সৃষ্টি হয়ে থাকে তবে, তারও নিয়োগ করতে চাইছে কর্তৃপক্ষ।

তবে করোনা পরিস্থিতিতে, এই নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। অনলাইন পরীক্ষা পদ্ধতিতে সম্মতি জানিয়েছেন কর্তৃপক্ষের সদস্যরা। এবং কেন্দ্রীয় সরকারের এই নিয়োগের ব্যাপারে নবগঠিত ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরএ) কোনো ভূমিকা পালন করবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ইএসআই নিগম। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট দিয়ে জানানো হয়।

Related Articles