রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে আশা কর্মী পদে নিয়োগের ৭ টি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৭৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
চাকরির খবরঃ ইন্ডিয়ান নেভিতে গ্রূপ-সি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে। নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লকে আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha__Village Under __Health Sub-Centre. ( নিচে ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে )।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- নিজ নিজ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ, সমষ্টি উন্নয়ন________নদীয়া, পিন_______.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৩ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
শূন্যপদের বিন্যাস- নবদ্বীপ ব্লক- ১০ টি, কালিয়াগঞ্জ ব্লক- ২৭ টি, কৃষ্ণনগর-১ ব্লক- ৮ টি, কৃষ্ণনগর-২ ব্লক- ৭ টি, নকশীপাড়া ব্লক- ১৩ টি, কৃষ্ণগঞ্জ- ২ টি ও চাপড়া ব্লকে- ৯ টি।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
চাকরির খবরঃ এইমস -এ গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ চলছে
Application Form: Download Now
নবদ্বীপ ব্লক: Download Now
কালিয়াগঞ্জ ব্লক: Download Now
কৃষ্ণনগর-১ ব্লক: Download Now
কৃষ্ণনগর-২ ব্লক: Download Now
নকশীপাড়া ব্লক: Download Now
কৃষ্ণগঞ্জ: Download Now
চাপড়া ব্লকে: Download Now