চাকরির খবর

পশ্চিম বর্ধমান জেলায় গ্রামীণ সম্পদ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ দেখাশোনার জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি, রানীগঞ্জ জামুরিয়া এলাকার প্রয়োজনীয় শূন্যপদে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে, 2020-2021 আর্থিক বর্ষে দৈনিক মজুরি ভিত্তিক গ্রামীন সম্পদ কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- গ্রামীন সম্পদ কর্মী (Village Resource Person) বা VRP.

শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসাবে।

কয়েকটি শর্তাবলী-

১) আবেদনকারী জব কার্ডের কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন।

২) আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে।

৩) মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষা কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

৪) আবেদনকারী কোনভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কর্মী ও সুপারভাইজার হওয়া চলবে না।

৫) কোন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কাজে যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।

মজুরি- দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিদিন মজুরি 408 টাকা। কাজ না হলে মজুরি নেই।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, তৃতীয় তল, অসামরিক প্রতিরক্ষা খবর (সিভিল ডিফেন্স বিল্ডিং), জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান।

 আবেদনের শেষ তারিখ- 16 সেপ্টেম্বর, 2020.

আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্রের জেরক্স দিতে হবে-

জন্ম তারিখ এর শংসাপত্র, ভোটার কার্ড/ স্থায়ী বসবাসের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, জব কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমান পত্র।

এই সমস্ত নথিপত্র জেরক্স ও সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র একটি মুখ বন্ধ খামে ভরে উপরোক্ত ঠিকানাই পাঠাতে হবে।

আবেদনপত্র ডাউনলোড করুন-

Related Articles