নাগরিক সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড একটি নিত্য প্রয়োজনীয় মাধ্যম। ব্যাঙ্কিং পরিষেবা থেকে সিম কার্ড, রেশন দ্রব্য সংগ্রহ থেকে হাসপাতালে চিকিৎসা সব ক্ষেত্রেই আধার কার্ড কাজে লাগে। আধার যেমন পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয় তেমনই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রেও আধার অতন্ত্য প্রয়োজনীয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড বন্ধের খবর প্রকাশ্যে এসেছে। হঠাৎ করেই আধার কার্ড কাজ করছে না অনেক গ্রাহকের। এই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। আধার বন্ধ হওয়ার ফলে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সরকারি পরিষেবা। হঠাৎ কেন বন্ধ হয় আধার কার্ড? কি কি সাবধানতা অবলম্বন করলে এই বিভ্রান্তি এড়ানো যাবে, বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।
✅ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণ
● দীর্ঘদিন যাবৎ ব্যবহার না হওয়ার ফলে বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ড।
● বায়োমেট্রিক ডিটেলস ম্যাচ না করলে বন্ধ হতে পারে আধার কার্ড।
● নাম অর্থাৎ পরিচয় সংক্রান্ত গরমিল থাকলে আধার কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে।
● ঠিকানায় গরমিল থাকলে অথবা এক ব্যক্তি একাধিক ঠিকানায় নিজের আধার কার্ড রেজিস্টার করলে আধার কার্ডের পরিষেবা বন্ধের সম্ভাবনা থাকে।
● একটানা তিন বছর আধার কার্ড ব্যবহার না করলে বন্ধ হয় আধার কার্ড।
● শিশু আধার কার্ডগুলি সঠিক সময়ে আপডেট না করলে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুনঃ এই মুহূর্তের সেরা ১০ টি চাকরির খবর
✅ কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি না?
● Unique Identification Authority of India ‘র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
● ভেরিফাই আধার নম্বর অপশনে ক্লিক করুন।
● এবার নিজের ১২ সংখ্যার আধার কার্ড নম্বর টাইপ করুন।
● এবার ক্যাপচা কোড এন্টার করে সাবমিট করলেই স্ক্রীনে আপনার আধার কার্ডের ভ্যালিড ডিটেল্স দেখা যাবে। কার্ড ভ্যালিড থাকলেই স্ক্রীনে ডিটেল্স দেখতে পাবেন। অন্যথায় স্ক্রীনে এরর ম্যাসেজ শো করবে।
✅ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়া থেকে বাঁচার উপায়
● নির্দিষ্ট সময় অন্তর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করানো অত্যন্ত জরুরি।
● ব্যাঙ্কিং সহ অন্যান্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করুন।
● শিশুর বয়স ১৬ বছর অতিক্রান্ত হওয়ার পর বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে হবে।
● সরকারি সূচনা অনুযায়ী আধার ভেরিফিকেশন সময়মত করতে হবে।
● অজানা কোনও ব্যক্তিকে নিজের আধার কার্ডের ডিটেল্স জানাবেন না।
● আন-অথরাইজড কোনও ব্যক্তির কাছে আধার কার্ডের আপডেট সংক্রান্ত কাজ করবেন না।
উল্লেখ্য, নাগরিক পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড বর্তমানে একটি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেকোনো সরকারি অথবা বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই কার্ড আপনার সহায়ক। এই কার্ডে কোনও অসুবিধা হলে পরিষেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়বেন গ্রাহকরা। তাই, সচেতন ভাবে আধার কার্ড ব্যবহার করুন। আধার কার্ড ব্যবহার করে যেকোনো প্রকার অনৈতিক কাজ করা থেকে বিরত থাকুন।