একদিকে রোজগার অন্যদিকে স্বপ্ন। দুই দিক ব্যালেন্স করে চলা কার্যত অসম্ভব হয়ে পড়ে মানুষের কাছে। অনেক সময়েই দেখা যায় রোজগারের জন্য পড়াশোনা ছেড়ে দেন বহু পড়ুয়া। কিন্তু আমাদের চোখের সামনে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা হাল ছাড়তে রাজি নন। দুই দিক সামলে ঠিকই সফলতা আনেন তাঁরা। তেমনই এক নিদর্শন জলপাইগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ। ফুটপাতের জুতোর দোকান সামলে মাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট করেছেন তিনি।
জলপাইগুড়ির শহর ছাড়িয়ে পার্ক মোড় এলাকায় বাস করেন অভিজিৎ। জলপাইগুড়ি জেলার দেশবন্ধু উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে এবছর মাধ্যমিকে বসেছিলেন তিনি। ছেলের মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিজিৎ-এর অভিভাবকেরা। কিন্তু রেজাল্ট জানতে পেরেই চওড়া হাসি ফুটেছে তাঁর পরিবারে। মাধ্যমিকে মোট ৬৪৯ নম্বর পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন অভিজিৎ। এরপর উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে চান তিনি। তাঁর স্বপ্ন ভবিষ্যতে আইআইটিতে পড়া। নিজের সাফল্যে কতটা খুশি অভিজিৎ? তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা অনেক সাহায্য করেছেন। তা না হলে এই সাফল্য অর্জন সম্ভব ছিল না। আজ ভালো রেজাল্ট করতে পেরে অত্যন্ত আনন্দিত অভিজিৎ নিজেও।
আরও পড়ুনঃ ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক সফল হলদিয়ার কিশোর
ফুটপাতে একটি জুতোর দোকান রয়েছে অভিজিৎ-এর বাবার। অন্যান্য পড়ুয়াদের মাঝে ব্যতিক্রমী ছাত্র অভিজিৎ। তাঁর কাঁধে অনেক দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি বাবার সাথে জুতোর দোকান সামলাতে হয় তাঁকে। অভিজিৎ-এর মায়ের কথায়, অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন তাঁর ছেলে। তা সত্ত্বেও বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের তুলনায় বেশি নম্বর পেয়ে নজির গড়েছেন জলপাইগুড়ির কিশোর। আগামী দিনে অভিজিৎ-এর সকল স্বপ্ন যাতে পূরণ হয়, তাই চান তাঁর পরিবার।